Advertisment

Swiggy: মহিলা কর্মী নিয়োগ করবে Swiggy, দেখে নিন আবেদন করবেন কীভাবে

Swiggy to Hire More Staff: একাধিক কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে এই সংস্থা। পাশাপশি রয়েছে আরও খুশির খবর, ডেলিভারি ম্যান হিসাবে শুধু পুরুষরাই নন, কাজের সুযোগ পাবেন মহিলারাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Swiggy Food Order and Delivery ছবি সৌজন্য - সুইগি

Swiggy to Hire More Staff in Its Team Including Women: হেঁসেল ঠেলতে ইচ্ছে করছে না, সহায় কে? মাঝরাতে খিদে পেয়েছে কার নাম প্রথম মাথায় আসে? হঠাৎ বন্ধু সমাগম বাড়িতে, সামাল দেবে কে? আপাতত এই সব প্রশ্নের উত্তরই Swiggy। গৃহস্থের অন্যতম মুশকিল আসানের ভূমিকায় রয়েছে এই অ্যাপ।

Advertisment

এবার আপনিও হয়ে উঠতে পারেন এই ভরসার পাত্রীদের অন্যতম। পাত্রী, কারণ শুধু যে একাধিক কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে এই সংস্থা তাই নয়, পাশাপশি ডেলিভারি এগজিকিউটিভ হিসাবে শুধু পুরুষরাই নন, কাজের সুযোগ পাবেন মহিলারাও। খাবার ডেলিভারি ছাড়াও অন্যান্য কাজের জন্যও কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: North Western Railway Recruitment 2018: রেলে প্রায় ২১০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ

সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে Swiggy। অনলাইন কিংবা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন জানাতে পারবেন।

বেতন: ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত

বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন জানাতে পারবেন।

কীভাবে আবেদন জানাতে পারবেন:

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সংস্থার ওয়েবসাইট www.Swiggy.com এ ক্লিক করুন। যে উইন্ডোটি পাবেন তার একেবারে নিচের দিকে কেরিয়ার অপশন রয়েছে। বিস্তারিত তথ্য পাবেন সেখানেই। আবেদনের আগে অবশ্যই ভাল করে ওয়েবসাইটটি দেখে নিন। অনলাইনের পাশাপাশি কলকাতায় Swiggy-র অফিসেও যোগাযোগ করতে পারেন। কলকাতা অফিসের ঠিকানা - J 1/16 Shaila Tower, 1st Floor, Sector -V, Landmark: Bistro Y, Webel More। অথবা ফোন করতে পারেন এই নম্বরে: 033 39105404

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment