চাকরির খোঁজে রয়েছেন? তবে TCS আপনাকে দিচ্ছে সেই সুযোগ। বিজনেস প্রসেস সেকশনের জন্য কর্মী নিয়োগ হচ্ছে বিপুল। কেরিয়ারে স্বপ্নপূরণের সুযোগ করে দেবে TCS - তাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেনে নিন বিস্তারিত।
Advertisment
কারা আবেদন করতে পারবেন?
সেরকম ভাবে নির্দিষ্ট স্ট্রিম বলে দেওয়া হয়নি। সায়েন্স, আর্টস, কমার্স সকলেই আবেদন করতে পারবেন। ২০২০, ২০২১ এবং ২০২২ সালের স্নাতকরা সকলেই আবেদন করবেন।
Advertisment
পদের নাম :- CBO ( CIGNITIVE Busines operations )
Banking and financial services
Life science and method
চাকরির বিজ্ঞপ্তি
আবেদনের নিয়ম :- TCS এর পোর্টাল থেকেই আবেদন করা যাবে। রেজিষ্ট্রেশন এখনও খোলা রয়েছে। কমপক্ষে নয় মাসের কাজের অভিজ্ঞতা। গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন হতে হবে- ফুল টাইম কোর্স।
পরীক্ষার দিন :- আগামীতে জানিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ইন্টারভিউর আগেও জানানো হবে সমস্ত তথ্য।
কী কী লাগবে :-
সমস্ত ডকুমেন্ট, সমস্ত মার্কশিট সঙ্গে স্ক্যান করে রাখবেন।
ফটো আইডি প্রুফ।
পাসপোর্ট সাইজ ফটো।
আধার কার্ড।
যদি কোনও সংস্থায় কাজ করেণ তবে সেখানকার, নিয়োগপত্র- তিন মাসের পেমেন্ট স্লিপ।
পরীক্ষা সংক্রান্ত সবকিছুই আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে।
বিশেষ উল্লেখ্য :- আন অফিসিয়াল সাইট থেকে মেল কখনোই tcs পাঠায় না। তাই সতর্ক থাকুন।
চাকরির জন্য টাকা পাঠানোর কোনও নির্দেশ নেই।
অন্য কোনও সংস্থা কিংবা কোম্পানির তরফের টিসিএস থেকে পরীক্ষা অথবা ইন্টারভিউ কন্ডাক্ট করা হয় না।