Advertisment

৮,০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ, আবেদন করুন আজই

Teacher Recruitment News: সারা দেশ জুড়ে পিজিটি/টিজিটি/পিআরটি পদের জন্য নিয়োগ চলছে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে দ্য আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোশাইটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বসে নয়, শ্রেণিকক্ষে দাঁড়িয়ে পড়াবেন শিক্ষকরা।

শিক্ষকতা করতে চান? তাহলে আপনার জন্য রইল সুখবর৷ সারা দেশ জুড়ে পিজিটি/টিজিটি/পিআরটি পদের জন্য নিয়োগ চলছে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে দ্য আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোশাইটি। উল্লেখিত শিক্ষকদের জন্য মোট ৮,০০০ শূন্যপদ রয়েছে।

Advertisment

আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কাজেই আর দেরি না করে, আজই পাঠিয়ে দিন আপনার আবেদন। হাতে আর বেশি সময় নেই। আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ ২৪ অক্টোবর, ২০১৮ পর্যন্ত৷

আরও পড়ন; ওড়িশায় পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ

কীভাবে আবেদন করবেন জেনে নিন

বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ aps-csb.in-এ ভিজিট করুন। সেখানেই বিশদ বিবরণ পাবেন। অনলাইনে ফর্মও ভরতে পারেন ওই ওয়েবসাইটেই। প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের লগইন করতে হবে। এরপর হোম পেজ খুললে নিজের নাম রেজিস্টার করানোর জন্য ‘নিউ ইউজার’ অপশনে ক্লিক করুন৷ নিজের ইউজার আইডি দিয়ে লগ-ইন করুন৷ প্রয়োজনীয় নির্দেশাবলী দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল-আপ করার পর অনলাইনেই জমা করুন৷ আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে অ্যাপ্লিকেশন ফর্মটির একটি প্রিণ্ট আউট করিয়ে নিন৷ পরীক্ষার হলে এটি প্রয়োজন হবে।

শিক্ষাগত যোগ্যতা

পিজিটি - প্রার্থীকে হতে হবে বি.এড পোস্ট গ্রাজুয়েশন উত্তীর্ণ৷ উভয় ডিগ্রীতেই থাকতে হবে ৫০ শতাংশ নম্বর৷
টিজিটি - প্রার্থীর বি.এড ডিগ্রী থাকা জরুরি৷ শুধু তাই নয়, পাশাপাশি থাকতে হবে গ্রাজুয়েট ডিগ্রীও৷ প্রার্থীকে তাতে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে৷
পিআরটি - ৫০ শতাংশ নম্বর পেতে হবে বি.এড ডিগ্রী ও দুই বছরের ডিপ্লোমার উপর।

আরও পড়ন; কলকাতা কর্পোরেশনে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন করবেন কিভাবে

বয়সসীমা
৪০ অনুর্দ্ধ বয়স হতে হবে আবেদনকারীর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা থাকবে ৫৭ বছর পর্যন্ত। সমস্ত আবেদনকারীকে আবেদন ফী হিসেবে দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে অ্যাডমিট কার্ড মিলবে ৩ নভেম্বর, ২০১৮ থেকে। চাকরির পরীক্ষাট হবে চলতি বছর ১৭, ১৮ নভেম্বর ৷ প্রার্থীরা রেজাল্ট জানতে পারবেন ৩ ডিসেম্বর, ২০১৮।

Advertisment