ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি ফের প্রকাশিত হয়েছে। এমনিতেও অগ্নিবীর প্রকল্পে দেশজুড়ে সেনাবাহিনীতে শুরু হয়েছে নিয়োগ। এরই মাঝে টেরিটোরিয়াল বিভাগেও নিয়োগের নোটিশ নজরে এসেছে। যারা আবেদনে আগ্রহী তারা জেনে নিন বিস্তারিত।
শূন্য পদের নাম :- অফিসার ( Territorial army as an Officiar )
মোট শুন্য পদ :- ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
অন্যান্য বিষয় :- প্রার্থীকে খেয়াল রাখতে হবে সে যেন শারীরিকভাবে ফিট নয়। কোনও মেডিক্যাল প্রফেশনালের তরফে একটি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে।
কেবলমাত্র ভারতীয় নাগরিকরা এতে আবেদন করতে পারবেন।
পরীক্ষার বিষয় :- দুই বিভাগে পরীক্ষা হবে। প্রথম ভাগে, test of reasning, elementory maths এবং দ্বিতীয় ভাগে সাধারণ জ্ঞান এবং ইংরেজি।
পরীক্ষার সময় :- প্রতি ভাগের জন্য দুই ঘণ্টা করে সময়।
পরীক্ষার ধরণ :- OMR sheet অনুযায়ী
বয়স :- ১৮ থেকে ৪২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
আবেদনের ফি :- আবেদন করতে ২০০ টাকা লাগবে। ওয়েবসাইটে যেই মাধ্যম বলা থাকবে সেটির মাধ্যমেই আবেদন এবং টাকা পেমেন্ট করতে হবে।
কী কী তথ্য লাগবে?
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
- রেসিডেনসিয়াল প্রুফ
- সাম্প্রতিক শারীরিক ফিটনেস সার্টিফিকেট
- বয়সের প্রমাণ পত্র
- যারা চাকরি করছেন তাদের কর্তৃপক্ষের তরফে একটি চিঠি
- যারা অন্যত্র চাকরি করেন তাদের কোর্ট পেপারে কর্মসংস্থানের প্রকৃতি এবং বার্ষিক আয়ের একটি হলফনামা
- আধার এবং প্যান কার্ড
- ইনকাম ট্যাক্স এর রিপোর্ট
- দুই মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজ ছবি।
আবেদনের তারিখ :- ১জুলাই থেকে ৩০ জুলাই
আবেদনের ওয়েবসাইট :- www.jointerritorialarmy.gov.in
অফিসিয়াল নোটিশ - < http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10120_1_2223b.pdf >