Advertisment

শ'য়ে-শ'য়ে কর্মী নিয়োগ, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে মোটা বেতনের চাকরি

কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কর্মী নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
union public service commission recruitment 2023

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে কর্মী নিয়োগ করা হবে।

কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কর্মী নিয়োগ করা হবে। ভারতের যে কোনও রাজ্যের বাসিন্দারা একাধিক পদের এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

Air Worthiness Officer পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অঙ্ক বা পদার্থবিদ্যায় স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। অথবা বিমানের রক্ষণাবেক্ষণ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা টেলিকমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন- মাইনে জানলে মাথা ঘুরে যাবে! ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকে কর্মী নিয়োগ

বয়সসীমা ও বেতন-

এই চাকরির জন্য ৩৫ বছরের মধ্যে থাকা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে চাকরিতে কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের লেভেল ১০ পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন মিলবে।

Junior Translation Officer পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তরস্তর উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন- হবে না লেখা পরীক্ষা, ইন্টারভিউ ডিঙোলেই চাকরি! কেন্দ্রের DVC-তে কর্মী নিয়োগ

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির জন্য ৩০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে চাকরিতে কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ৬ পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন মিলবে।

এছাড়া Air Safety Officer পদেও কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করার ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন- ক্লাস এইট পাশেই জেলার আদালতে চাকরি! গ্রুপ ডি পদে নিয়োগ

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরিতে ৩৫ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এক্ষেত্রেও কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ১০ পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন মিলবে।

আবেদন পদ্ধতি-

উপরোক্ত চাকরিগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবাসইট www.upsconline.nic.in-এ ভিজিট করতে পারেন।

আরও পড়ুন- নজরকাড়া বেতন, মহাকাশ গবেষণা সংস্থা ISRO-য় কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ-

উপরোক্ত চাকরিগুলির জন্য আগামী ১৩ জুলাই, ২০২৩-এর মধ্যে আবেদন জানাতে হবে।

upsc Government Jobs Civil Aviation Minsitry job
Advertisment