UP Assistant Teacher Recruitment 2018: প্রায় ৭০ হাজার সহ শিক্ষক নিয়োগ করবে যোগী সরকার

UP Assistant Teacher Recruitment Notification Released: শিক্ষকতা করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি ৬৯ হাজার শূন্যপদে সহ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরপ্রদেশ

UP Assistant Teacher Recruitment Notification Released: শিক্ষকতা করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি ৬৯ হাজার শূন্যপদে সহ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরপ্রদেশ

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

UP Assistant Teacher Recruitment 2018

UP Assistant Teacher Recruitment 2018 Notification Released: শিক্ষকতা করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি ৬৯ হাজার শূন্যপদে সহ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরপ্রদেশ বেসিক এডুকেশন বোর্ড (UPBEB)। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জমা করতে পারেন আজই। ৬ ডিসেম্বর থেকে শুরু অনলাইন আবেদন প্রক্রিয়া। জেনে নিন আবেদন করবেন কীভাবে।

Advertisment

আবেদনের জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট upbasiceduboard.gov.in-এ যান। সেখানেই রয়েছে এই বিজ্ঞপ্তি। সহ শিক্ষক নিয়োগের এই পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই। আবেদনের আগে সমস্ত শর্তাবলী পড়ে নিন ভাল করে।

আরও পড়ুন:  শুধু কয়েক ধাপ করলেই চাকরি গুগল বা ফেসবুকে

৬৯,০০০ টি শূন্য পদের জন্য  উত্তর প্রদেশের একাধিক শহরে পরীক্ষা নেবে ইউপি বেসিক এডুকেশন বোর্ড। পরীক্ষা হবে আগামী ৬ জানুয়ারি। যাঁরা এখনও পর্যন্ত আবেদনপত্র জমা দেননি তাঁরা এখনও আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ ডিসেম্বর। পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে।

Advertisment

উত্তর প্রদেশ সহ শিক্ষিকের পদ অনুযায়ী আসন সংখ্যা :

এলাহাবাদ ৯০০

বাদাউন ১৭৫০

বালিয়া ১৬০০

বড়বঙ্কি (Barabanki) ১৫০০

সীতাপুর ২০০০

গোরক্ষপুর ১৩৫০

কুশীনগর ১৬০০

Read the full story in English