UPSC CDS I 2019 Notification Out, Apply Till Nov 26th: ২০১৯-এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস (CDS) পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করল দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। জেনে নিন আবেদন করবেন কিভাবে।
দ্য ইউপিএসসি সিডিএসের পদগুলি জানুন- ইন্ডিয়ান মিলিটারি আর্মি দেরাদুন, ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি এড়িমালা, এয়ার ফোর্স অ্যাকাডেমি হায়দরাবাদ-(Pre-Flying) 32 Training Course, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি চেন্নাই-111th SSC (Men) Course (NT) and Officers Training Academy Chennai-25th SSC Women (Non-Technical) Course.
আরও পড়ুন: দেশের জন্য কাজ করতে চান? জেনে নিন যোগাযোগ করবেন কিভাবে
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন, দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি হল, upsconline.nic.in. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পার্ট ওয়ান রেজিস্ট্রেশন লেখা ঘরে ক্লিক করুন, মনে রাখবেন অনলাইনে করা অ্যাপ্লিকেশনে কোনওরকম পরিবর্তন করা যাবে না, কাজেই নির্দেশ মেনে সঠিক পদ্ধতিতে আবেদন জমা দিন। ইংরাজি এবং হিন্দি দুই ভাষাই থাকবে অনলাইন ফর্মে, তবে শুধুমাত্র ইংরাজিতেই ভরতে হবে আবেদন পত্র। রেজিস্ট্রেশন ওয়ান এবং রেজিস্ট্রেশন টু, এই দুটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এসবিআই তে অনলাইন বা অফলাইন দুভাবেই টাকা জমা দেওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ নভেম্বর, ২০১৮।
আরও পড়ুন: RRB Group D Exam 2018: রেকর্ড গড়ল আরআরবি, পরীক্ষার্থী ১.৮৯ কোটি
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪১৭টি শূন্যপদের জন্য CDS (I) 2019 পরীক্ষাটি নেওয়া হবে। দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আগামী বছর ৩ ফেব্রুয়ারি কম্বাইন্ড ডিফেন্স সারভিস পরীক্ষা নেবে। পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিস্তারিত বিবরণের জন্য প্রার্থীদের বোর্ডের অফিসিয়াল ওএয়েবসাইটে যেতে হবে।
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন