scorecardresearch

প্রকাশিত UPSC-র ফলাফল, দেশে সেরার সেরা শ্রুতি শর্মা, প্রথম তিন জনই মহিলা

ইউপিএসসির জন্য কোচিং নিয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেনশিয়াল কোচিং একাডেমি থেকে।

sruti sharma, UPSC civil service final results 2021
প্রথম হয়েছেন শ্রুতি শর্মা

প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিসের ফলাফল। প্রথম তিন জনই মহিলা। প্রথম হয়েছেন দিল্লির শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে আছেন অঙ্কিতা আগরওয়াল। তৃতীয় হয়েছেন গামিনী সিংলা। চতুর্থ হয়েছেন ঐশ্বর্য ভার্মা। পঞ্চম স্থানে আছেন উৎকর্ষ দ্বিবেদী। ষষ্ঠ স্থানে আছেন যক্ষ চৌধুরি। সপ্তম হয়েছেন সাম্যক এস জৈন। অষ্টম হয়েছেন ইশিতা রাঠি। নবম স্থানে আছেন প্রীতম কুমার। দশম স্থান পেয়েছেন হরকিরত সিং রনধাওয়া। পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল upsc.gov.in ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

প্রথম স্থানাধিকারী শ্রুতি শর্মা দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনী। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী ইউপিএসসির জন্য কোচিং নিয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেনশিয়াল কোচিং একাডেমি থেকে। ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত বছরের ১০ অক্টোবর। ফল প্রকাশিত হয় ২৯ অক্টোবর। ফাইনাল পরীক্ষা হয় চলতি বছর ৭ থেকে ১৬ জানুয়ারির মধ্যে। সেই ফল বেরিয়েছিল ১৭ মার্চ। এরপর হয় ইন্টারভিউ। ৫ এপ্রিল থেকে শুরু হয়ে ইন্টারভিউ চলে ২৬ মে পর্যন্ত।

এর আগেরবার, ২০২০ সালে ৭৬১ জন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছিলেন। তার মধ্যে ৫৪৫ জন পুরুষ। আর, ২১৬ জন মহিলা পরীক্ষার্থী। গতবার প্রথম হয়েছিলেন শুভম কুমার। দ্বিতীয় হয়েছিলেন জাগ্রতি অবস্থি। তৃতীয় হয়েছিলেন অঙ্কিতা জৈন। ওয়েবসাইটে গিয়ে কীভাবে ফলাফল দেখবেন? হোমপেজে গিয়ে ‘UPSC Civil Service final result 2021’-এ ক্লিক করতে হবে। স্ক্রিনে পিডিএফ আকারে ফলাফল চলে আসবে। সেই পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। সেই পিডিএফের প্রিন্ট বের করে নিতে হবে।

আরও পড়ুন- প্র্যাক্টিক্যাল ট্রেনিংয়ের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চিনা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল পড়ুয়াদের

সোমবার ফলাফল প্রকাশের পর সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেছেন, ‘সিভিল সার্ভিসের মেন পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আমরা এখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি। সেই সময়ে এই তরুণ প্রজন্ম প্রশাসনিক কাজের মাধ্যমে দেশের উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করতে চলেছেন। তাঁদের শুভেচ্ছা জানাই।’

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Upsc civil service final result declared