scorecardresearch

UPSC Recruitment 2019 Notification: কেন্দ্রীয় সরকারের অধীনে জিওলজিস্ট নিয়োগ

আবেদন পদ্ধতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

UPSC Recruitment 2019 Notification: কেন্দ্রীয় সরকারের অধীনে জিওলজিস্ট নিয়োগ

UPSC Recruitment 2019 Notification:

দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) জিওলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। upsc.gov.in ওয়েবসাইটে জিওলজিস্ট একজামিনেশন ২০১৯-এর বিজ্ঞপ্তি জারি করেছে ইউপিএসসি।

আবেদন পদ্ধতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

UPSC Recruitment 2019 Notification:

শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষায় আবেদন করতে গেলে জিওলজি তে স্নাতকোত্তর পাশ করতেই হবে।

বয়সের যোগ্যতাঃ

আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। শুধু জুনিয়র হাইড্রোজিওলজিস্ট পদের জন্য বয়সের ঊর্ধসীমা ৩২ বছর।

আরও পড়ুন, Railway RRB Recruitment 2019: মাধ্যমিক পাশ করলেই রেলে নিয়োগ

আবেদনের পদ্ধতি জেনে নিনঃ

১) প্রথমে upsc.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে

২) হোমপেজে  ‘DAF: Combine geo-scientist and geologist exam 2019’ link under ‘what’s new’ এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে।

৩) এবার একটা নতুন পেজ খুলবে, সেখানে ‘ক্লিক হিয়ার’ অপশনে ক্লিক করুন

৪) পরীক্ষার নামে ক্লিক করুন, রেজিস্টার করা থাকলে লগ ইন করুন, আর তা যদি না থাকে ‘new registration’-এ অপশনে ক্লিক করুন

৫) প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে রেজিস্টার করুন

৬) রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করুন

৭) দুটো ফর্ম ফিল আপ করে ছবি আপলোড করুন

৮) অনলাইন পেমেন্টের পর ফর্ম সাবমিট করুন

পরীক্ষায় পাশ করে চাকরিতে যোগ দিলে মাসিক বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকার মধ্যে।

 

 

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Upsc combined geo scientist and geologist 2019 application process begins check eligibility