UPSC CSE Prelims 2019 Notification to Release Today:
১৯ ফেব্রুয়ারি, ২০১৯-এই প্রকাশিত হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আবেদন করার আগে সমস্ত শর্ত বিশদে জেনে নিন ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in এবং upsc.gov.in এ। আইএএস, আইপিএস, আইআরএস, আইএফএস, আইআরটিএস-এ নিয়োগের জন্য আবেদন জমা দেওয়া যাবে।
![]()
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
বয়সের প্রমাণ
শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত হলে তার প্রমাণ
শারীরিক প্রতিবন্ধকতা থাকলে তার প্রমাণ
আরও পড়ুন, Ministry of Home Affairs Recruitment: স্বরাষ্ট্রমন্ত্রকে চাকরির সুযোগ
আবেদন পদ্ধতি
রেজিস্ট্রেশন পদ্ধতি দু'টি ভাগে বিভক্ত। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৬ মার্চ সন্ধে ৬টা। সমস্ত শর্ত পড়ে 'আই এগ্রি' তে প্রেস করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর এলে সেটি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য প্রার্থীকে লিখে রাখতে হবে। অনলাইনে টাকা জমা দেওয়ার সময় প্রার্থীকে পরীক্ষার কেন্দ্র, স্ক্যান করা ছবি এবং সই আপলোড করতে হবে।
আবেদন পদ্ধতি সম্পূর্ণ হলে প্রার্থীর ইমেইল আইডিতে একটি ইমেইল চলে যাবে।
Read the full story in English