UPSC recruitment 2018: স্পেশালিস্ট অফিসার সহ মোট ১৩টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.upsc.gov.in, আবেদন প্রক্রিয়া চলবে ১০ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। গত ২৩ জানুয়ারি থেকে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: রাজ্য বিদ্যুৎ বিভাগে কাজ করতে চান? আবেদন করুন আজই
UPSC recruitment 2018: চাকরি সংক্রান্ত বিস্তারিত
মোট শূন্যপদ
ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন: ১
অ্যাসোসিয়েট প্রফেসর/ সিনিয়র লেকচারার: ১
স্পেশালিস্ট গ্রেড-III (মেডিসিন): ৫
স্পেশালিস্ট গ্রেড-III (অফথালমোলজি): ৫
ফাংশানাল ম্যানেজার (ক্রেডিট): ১
যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে Veterinary Science এবং Animal Husbandry-তে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি MBBS ডিগ্রিও থাকতে হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:
UPSC-র অনলাইন আবেদন শুরু হয়েগিয়েছে ইতিমধ্যেই। গত ২৩ ডিসেম্বর, ২০১৮ থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১০ জানুয়ারি, ২০১৯
প্রিন্ট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ: ১১ জানুয়ারি, ২০১৯
আবেদন করবেন কীভাবে?
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদন করুন চাকরির জন্য। আবেদন সম্পূর্ণ করার আগে সমস্ত তথ্য ভাল করে পড়ে নিন।
Read the full story in English