Advertisment

UPSC Civil Services Registration: আইএএস হতে চান? আবেদন করার আজই শেষ দিন

UPSC Civil Services Registration 2019 Last Date Today: ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা হবে চলতি বছরের ২ জুন। মে মাসেই প্রকাশিত হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
UPSC Civil Services Registration 2019, UPSC Civil Services Online Registration

 UPSC Civil Services Online Registration @upsc.gov.in:...

Advertisment

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মাস খানেক আগে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে (ইউপিএসসি)  নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল।  আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল মাস খানেক আগে। সোমবার ১৮ জানুয়ারি বিকেল ৬ টায় আবেদনের শেষ দিন।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে আবেদন করুন  ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in এ। একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

আইএএস এবং আইএফএস পদে চাকরির জন্য প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

অসংরক্ষিত প্রার্থীর জন্য আবেদন ফি ১০০ টাকা। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা প্রার্থীর জন্য কোনও আবেদন ফি নেই। অনলাইন এবং অফলাইন দুই মোডেই ফি জমা দেওয়া যাবে।  ভারতীয় স্টেট ব্যাঙ্কের যে কোনও শাখায় অফলাইনে টাকা দেওয়া যাবে।

চাকরির আর খবর পেতে চখ রাখুন

ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা হবে চলতি বছরের ২ জুন। মে মাসেই প্রকাশিত হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। প্রিলিমিনারি পরীক্ষায় বাছাই প্রার্থীদের তালিকা এবং মেইন্স পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটেই। যারা এখনও আবেদন করেননি, দেরি না করে চটপট আবেদন করুন।

Govt of India
Advertisment