দেশজুড়ে এবছর কর্মী নিয়োগের বার্তা আগেও দেওয়া হয়েছিল। এবার সেই দিকেই একধাপ এগোল upsc। তরফেই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আবেদনের নিয়মাবলী। নানা পদে শুরু হচ্ছে নিয়োগ। জেনে নিন বিস্তারিত।
পদের নাম :- Aeronautical officer (৬ টি পদ )
প্রফেসর : ১ টি পদ
সহযোগী অধ্যাপক: ৫ টি পদ
ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়ার : ১ টি
পদ অনুযায়ী ধার্য করা হয়েছে সবকিছুই। বয়স থেকে শিক্ষাগত যোগ্যতা এমনকি বেতনও বেধে দেওয়া হয়েছে।
Aeronautical officer পদের জন্য :-
বয়স :- ৩৫ বছর
বেতন দেওয়া হবে - লেভেল পে ৭ অনুযায়ী
অভিজ্ঞতা :- দুই বছরের অভিজ্ঞতা এয়ারক্রাফট এবং মেকানিকাল ডিপার্টমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা :- মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি।
প্রফেসর পদের জন্য :
ক্লিনিকাল সাইকোলজি এবং চাইল্ড হেলথ বিশেষজ্ঞ হিসেবে তাকে নিয়োগ করা হবে।
বয়স :- ৫০ বছর
শিক্ষাগত যোগ্যতা :-
- সাইকোলজি কিংবা ক্লিনিকাল বিভাগে মাস্টার্স ডিগ্রি।
- ডক্টরেট ডিগ্রি থাকলে আরও অগ্রগণ্য।
- নিজের রিসার্চ ওয়ার্ক থাকলে তাকেও সুযোগ দেওয়া হবে।
- ১০ বছরের অভিজ্ঞতা প্রফেসর হিসেবে। লেখার দক্ষতা থাকতে হবে।
- কী কী দায়িত্ব তাকে নিতে হবে বিস্তারিত দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে।
- সহকারী অধ্যাপক হিসেবে যারা যোগ দেবেন তাদের ক্ষেত্রে, বয়স হতে হবে ৩৫ বছর। নিজের দক্ষতা ছাড়াও কনফারেন্স অর্গানাইজিং এবং অন্যান্য বিষয়ে নজর দিতে হবে।
ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়ার এই পদের জন্য :-
বয়স হতে হবে - ৫০ বছর
শিক্ষাগত যোগ্যতা :- মেরিন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি
মার্চেন্ট শিপিং অ্যাক্টের খাতায় নিজেকে প্রমাণ করতে হবে।
অভিজ্ঞতা :- কম করে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের সাইট:- upsc.gov. in এই সাইটে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ :- ১৪ই জুলাই ২০২২
অফিসিয়াল নোটিশ - < https://www.upsc.gov.in/sites/default/files/Advt-12-2022-engl-240622.pdf >