Advertisment

Ministry of Home Affairs Recruitment: স্বরাষ্ট্রমন্ত্রকে চাকরির সুযোগ

Ministry of Home Affairs Released Job Notification for Various Posts: অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতিতেই আবেদন করা যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবেদন করা শুরু হয়েছে। পয়লা মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
SSC CHSL 2019, SSC CHSL Notification 2019

Ministry of Home Affairs Recruitment for Various Job Posts:

Advertisment

স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন বিভাগে শূন্য পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিন আবেদনের পদ্ধতি।

অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতিতেই আবেদন করা যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবেদন করা শুরু হয়েছে। পয়লা মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

শূন্যপদের বিন্যাস

ল্যাবরেটরি টেকনিশিয়ান- ৬

চিফ ইন্সট্রাক্টর ইন ন্যাশনাল -১

জয়েন্ট ডিরেক্টর- ১

কনসাল্টেন্ট- ২

ডেপুটি ডিরেক্টর জেনারেল- ১

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম দু' বছরের শিক্ষকতা/ গবেষণা/ প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে এবং পদার্থবিদ্যা, রসায়ন এবং অংক নিয়ে বিএসসি পাশ করতে হবে।

বেতনক্রম

৪৪৯০০ টাকা - ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা।  এছাড়া অন্যান্য ভাতা

কী ভাবে আবেদন করতে হবে?

“Director General, (Fire services, Civil Defence, Home Gurads, Govt of India, Ministry of Home Affairs, New Delhi- 110066.” -পয়লা মার্চ ২০১৯-এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে প্রার্থীর আবেদন।

Read the full story in English

Government Jobs
Advertisment