Advertisment

মাইনে জানলে মাথা ঘুরে যাবে! কেন্দ্রের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

মিলবে মোটা টাকা বেতন। খুঁটিনাটি জেনে দ্রুত আবেদন করুন।

author-image
IE Bangla Web Desk
New Update
visva bharati university, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, visva bharati recruitment, বিশ্বভারতীতে কর্মী নিয়োগ, visva bharati recruitment 2023, বিশ্বভারতী নিয়োগ ২০২৩, Visva Bharati, ফটো অফিসার, Photo Officer Recruitment, পশ্চিমবঙ্গে চাকরি, Government Job, সরকারি চাকরি, central government jobs, কেন্দ্রীয় সরকারের চাকরি, Bengal Job, বাংলায় চাকরি, Kolkata Job, কলকাতায় চাকরি, Jobs, চাকরি, Jobs in Kolkata, West Bengal, পশ্চিমবঙ্গ, Jobs, চাকরি, Government Jobs, গ্রুপ সি পদে চাকরি, Jobs in Group c Post, সরকারি চাকরি, Central Government Jobs, কেন্দ্রীয় সরকারের চাকরি, West Bengal Government Jobs, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি, Job, Full Time Jobs

বিশ্ব-ভারতীতে নিয়োগ

এরাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোটা টাকা বেতনে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা আবেদনের যোগ্য। এই চাকরিতে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ বিস্তারিত বিবরণ এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বিনোদ বিহারী মুখার্জি আর্কাইভ অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে কর্মী নিয়োগ করা হবে। 'ফটো অফিসার' পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ফটোগ্রাফি বিভাগে স্নাতকস্তর পাশ করা থাকলে আবেদনের যোগ্য।

বয়সসীমা ও বেতন:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফটো অফিসার পদে চাকরির জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরি মিললে মাসে বেতন শুরু ৪০ হাজার টাকা থেকে।

আবেদন পদ্ধতি ও আবেদনের সমসয়ীমা:

চাকরিপ্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে। বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় শংসাপত্র স্ক্যান করে আপলোড করে দিন। পিডিএফ ফরম্যাটে এনে তা ইমেল করে পাঠিয়ে দিন। আগামী ৬ এপ্রিল, ২০২৩-এর মধ্যে ইমেল করে আবেদন জানাতে হবে। ইমেল আইডি হল- hodhoa.kb@gmail.com

। এই চাকরি সংক্রান্ত প্রতিবেদনটি বিস্তারিতভাবে দেখতে অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করুন- https://www.visvabharati.ac.in/

Advertisment