এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা আবেদনের যোগ্য। কেন্দ্রীয় সরকারি অধীনস্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরস্মৃতি বিজড়িত স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে এই চাকরির জন্য বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Weaving পদে কর্মী নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই পদে চাকরির জন্য আবেদনকরীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে weaving-এ পাঁচ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এছাড়া BFA বা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক উতরেছেন? মিলতে পারে প্রায় ২৩ হাজার টাকা মাইনের চাকরি
বেতন-
এই পদে চাকরি মিললে মাসে ১২ হাজার টাকা বেতন মিলবে।
আরও পড়ুন- হবে না লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ডিঙোলেই ৩০ হাজার টাকা মাইনের চাকরি পাকা!
আবেদন পদ্ধতি-
এই পদে চাকরির জন্য আবেদনকারীদের অফলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে নিজেদের বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সব প্রমাণপত্র ও বয়সের নথি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করতে পারেন- https://visvabharati.ac.in/index.html
এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/0724f41c3199bb1b23d0cc914251d5a32fccdbefc78a455e760eeb06eae43637.pdf
আরও পড়ুন- মাধ্যমিক পাশ করেছেন? রাজ্যেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারের মোটা মাইনের এই চাকরি
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
Siksha-Satra Office, Visva-Bharati, Sriniketan
আরও পড়ুন- ঢুকলেই মাসে প্রায় ৩০ হাজার, বিদ্যুৎ দফতরে ঢালাও চাকরি!
আবেদনের শেষ তারিখ-
উপরোক্ত পদে চাকরির জন্য আগামী ২২ জুন, ২০২৩-এর মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।