scorecardresearch

উচ্চ বেতনের চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ

আবেদনের যোগ্য কারা? খুঁটিনাটি জেনে করতেই পারেন Apply

WB Health Assistant Recruitment 2023
রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ।

রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে স্বাস্থ্য সহায়ক বা হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দার ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ-সহ বিস্তারিত খুঁটিনাটি তথ্য এই প্রতিবেদন পড়ে জেনে নিন।

‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আরবান’ পদে কর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্য বিভাগের এই পদটিতে চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এএনএম কিংবা জিএনএম কোর্স পাশ করা থাকতে হবে।

আরও চাকরির খবর: কেন্দ্রের সংস্থায় মোটা মাইনের চাকরি, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

বয়সসীমা ও বেতন:

হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম বয়স হওয়া চাই ২১ বছর। সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদে চাকরি পেলে প্রতি মাসে মোটামুটি ১৩ হাজার টাকা বেতন মিলবে।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশে CRPF-এ প্রচুর নিয়োগ, বেতন জানলে চমকে উঠবেন!

আবেদন পদ্ধতি:

রাজ্যের স্বাস্থ্য বিভাগে হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে এই লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বের করে নিন। https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2023/03/2023032340.pdf
আবেদনপত্রে প্রয়োজনীয় সব তথ্য দিন। সব শেষে একটি খামে ভরে আবেদনপত্রটি একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরও চাকরির খবর: বাজারদর মাথায় রেখেই মোটা বেতনের চাকরি, কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ:

‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আরবান’ পদে নিয়োগের জন্য আগামী ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানেরা ঠিকানা: Office of the Chief Medical Officer of Health, District Health & Family Welfare Samity, 1st Floor, Khosbagan, Shyamsayer, East Near Harisabha, Hindu Girls School, Purba Bardhaman, Pin-713101, West Bengal

আরও চাকরির খবর: নজরকাড়া বেতন! রাজ্যের কৃষি বিভাগে কর্মী নিয়োগ

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Wb health assistant recruitment