scorecardresearch

বেতন ২০ হাজার, রাজ্যের স্বাস্থ্য দফতরে Group-D-সহ বিভিন্ন পদে নিয়োগ

লেখা পরীক্ষা হবে না। সরাসরি বসুন ইন্টারভিউয়ে। উতরোলেই চাকরি।

WB Health Recruitment 2023
রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ।

এবার রাজ্যের স্বাস্থ্য দফতরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের একটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দার ভারতীয় নাগরিকত্ব থাকলে এই চাকরিগুলির জন্য আবেদন জানানোর সুযোগ মিলবে। এই পদগুলিতে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ অন্যান্য প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে এই প্রতিবেদনে দেওয়া হল।

আপাতত AYUSH MO, অ্যাকাউন্ট্যান্ট এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদ অনুযায়ী নির্দিষ্ট হারে বেতন মিলবে। AYUSH MO পদে নিয়োগ মিললে দৈনিক ১ হাজার টাকা পারিশ্রমিক মিলবে। এক্ষেত্রে মাসে সর্বোচ্চ ২০ দিনের হিসেবে ২০ হাজার টাকা মিলতে পারে। অন্যদিকে, অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ মিললে মাসে বেতন হবে ১২ হাজার টাকা। একইভাবে গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে মাসিক ৮ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

চাকরির আরও খবর: শুধু ইন্টারভিউ পাশেই মিলবে চাকরি, রাজ্যের কৃষি দফতরে কর্মী নিয়োগ

বয়সসীমা:

AYUSH MO পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হল ৬৫ বছর। অ্যাকাউন্ট্যান্ট এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর। তিনটি পদে নিয়োগের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৩ ধরে বয়সের হিসেব করে নিন।

চাকরির আরও খবর: মোটা টাকা বেতন, Indian Post Payment Bank-এর একাধিক পদে শীঘ্রই নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা:

AYUSH MO পদে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত HMO/AMO/UMO প্রার্থীরা আবেদন জানাতে পারেন। আয়ুশ সম্পর্কে ধারণা থাকা একান্তভাবে জরুরি। অন্যদিকে, অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা কম্পিউটারে অ্যাকাউন্টসের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরাই বিবেচিত হবেন।

চাকরির আরও খবর: মাইনে মাসে সাড়ে ২৫ হাজার, উচ্চমাধ্যমিক পাশেই কেন্দ্রের এই সংস্থায় চাকরি

আবেদন পদ্ধতি:

উপরোক্ত পদগুলিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে। প্রথমেই এই লিংকে ক্লিক করুন। https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/12741.pdf । পেজটি খুলে গেলে খুঁটিয়ে একাধিক পদে চাকরির ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। এরপর আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট বের করে নিন। সেটিতে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে পূরণ করুন। এরপর ওই আবেদনপত্রটি এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ-সহ যাবতীয় নথিপত্র সঙ্গে নিয়ে নির্দিষ্ট দিনে ইন্টারভিউস্থলে পৌঁছে যান।

চাকরির আরও খবর: বেতন মাসে ১৮ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই কলকাতায় কেন্দ্রের সংস্থায় চাকরি

কবে এবং কোথায় হবে ইন্টারভিউ?

আগামী ২১ মার্চ, ২০২৩-এ ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ১০টার মধ্যে চাকরিপ্রার্থীদের পৌঁছে যেতে হবে। ইন্টারভিউস্থলের ঠিকানাটি হল, Office of the Chief Medical Officer of Health, Lalbagh, Debibari Road, Cooch Behar, PIN- 736101

চাকরির আরও খবর: মোটা মাইনের চাকরি রাজ্যের বিদ্যুৎ দফতরে, ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Wb health recruitment 2023