Advertisment

WBCS Exam 2020 Notification: বিপুল সংখ্যক অফিসার নিয়োগ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে

WB Civil Service Main Exam 2020: পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগের প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করা হল। অনলাইন আবেদন জমা দেওয়ার শুরু ৫ নভেম্বর, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
WBCS Exam, WB Civil Service

প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি

WBCS 2020 Exam Dates, Eligibility: রাজ্যের চাকুরি প্রার্থীদের জন্য সুখবর! প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগের প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করা হল ডাব্লুবিসিএসের তরফে।

Advertisment

বয়স:

আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে। গ্রুপ বি-এর ক্ষেত্রে নূন্যতম বয়স ২০ বছর, সর্বোচ্চ বয়স ৩৯ বছর। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আরও চাকরির খবর পড়ুন,  এখানে

শিক্ষাগত যোগ্যতা:

ইজিসি স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদে।

WBCS Exam, WB Civil Service

আরও পড়ুন- ক্লাসরুমে কেউটে! ফণা তুলে হিসহিস করছে তিন সাপ, বন্ধ হাওড়ার স্কুল! দেখুন, ছবি

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন জমা দেওয়ার শুরু: ৫ নভেম্বর
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ নভেম্বর
অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০১৯
অফলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ নভেম্বর

পরীক্ষার ধরন:

মূলত তিনটি ধাপে হবে পরীক্ষাটি, প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ। প্রিলিমিনারিতে থাকবে মোট ২০০টি এমসিকিউ। প্রতিটিতে থাকবে ১ নম্বর। থাকবে নেগেটিভ মার্কিংও। মোট সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেই বসা যাবে মেইনস পরীক্ষায়। এখানে থাকবে মোট ৬টি কম্পালসারি পেপার। প্রতিটি পেপারের জন্য বরাদ্দ ৩ ঘন্টা। শেষ ধাপে থাকবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট।

WBCS Exam, WB Civil Service

আরও পড়ুন- ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন?

ফি:

পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে ২১০ টাকা। শারীরিক প্রতিবন্ধী, তফশিলি জাতি উপজাতিদের কোনও রকম ফি দিতে হবে না।

পরীক্ষার তারিখ:

প্রিলিমিনারি পরীক্ষাটি ৯ ফেব্রুয়ারী ২০২০তে অনুষ্ঠিত হবে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। মেইনস পরীক্ষা হবে ওই বছরেই। নির্বাচিত প্রার্থীদের কলকাতার পাবলিক সার্ভিস কমিশনের কার্যালয়ে ইন্টারভিউ নেওয়া হবে।

আরও বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল সাইট- http://pscwbapplication.in/

Government Jobs
Advertisment