এবার রাজ্যের কৃষি দফতরে কর্মী নিয়োগ। এরাজ্যেরই একটি জেলায় কৃষি দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দার ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ অন্যান্য তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
আপাতত রাজ্যের একটি জেলায় কৃষি দফতরে WDT (Livelihood) পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য আবেদনকারীকে স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে Agriculture/Plant Science/Forestry/Animal Science-এ স্নাতকস্তর উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটারের কাজ জানতে হবে। কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। কৃষি দফতরে WDT (Livelihood) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলে বেতন হবে মাসে ১০ হাজার টাকা। সর্বোচ্চ ৬৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
চাকরির আরও খবর- মোটা টাকা বেতন, Indian Post Payment Bank-এর একাধিক পদে শীঘ্রই নিয়োগ
আবেদন পদ্ধতি:
এই পদে চাকরির ক্ষেত্রে আবেদন করতে গেলে এই লিংকটিতে আগে ক্লিক করুন- https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/scan0039_1.pdf । আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে নিন। তারপর সেটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিন। প্রয়োজনীয় শংসাপত্র-সহ যাবতীয় নথি নিয়ে নির্দিষ্ট দিনে ইন্টারভিউস্থলে গিয়ে হাজির হন।
চাকরির আরও খবর- মাইনে মাসে সাড়ে ২৫ হাজার, উচ্চমাধ্যমিক পাশেই কেন্দ্রের এই সংস্থায় চাকরি
ইন্টারভিউয়ের স্থান ও তারিখ:
ইন্টারভিউস্থলের ঠিকানা: Assistant Director of Agriculture, (Soil Conservation, Demonstration), Midnapore & PIA, Kaliaghai, NGWDP, Narayangarh, Paschim Medinipur..ইন্টারভিউ হবে আগামী ২০ মার্চ। সকাল ১০টার মধ্যে পৌঁছে যেতে হবে।
চাকরির আরও খবর- মোটা মাইনের চাকরি রাজ্যের বিদ্যুৎ দফতরে, ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ