Advertisment

Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে বিপুল নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন

বিস্তারিত জেনে নিন সবকিছু

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata police - কলকাতা পুলিশে নিয়োগ

কলকাতা পুলিশে নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন কর্ম বিজ্ঞপ্তি। কলকাতা পুলিশের কনস্টেবল পদে শুরু হতে চলেছে নিয়োগ। পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটেই যাবতীয় তথ্য জানা যাবে। পুরুষ-মহিলা দুই পদের জন্যই আবেদন করা যাবে। জানুন বিস্তারিত।

Advertisment

পদের নাম:- কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল।

মোট শূন্য়পদ :- কনস্টেবলের ক্ষেত্রে ১৪১০, লেডি কনস্টেবলের ক্ষেত্রে ২৫৬টি। সবরকম ক্যাটাগরিতে রয়েছে আবেদনের সুযোগ।

আবশ্যিক যোগ্যতা :- অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

বয়স :- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন :- পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন অনুযায়ী দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ হতেই হবে। উচ্চশিক্ষা থাকলে অগ্রাধিকার।

অন্যান্য :- বাংলা ভাষা লিখতে-পড়তে-বলতে জানতে হবে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে স্থানীয় ভাষা, বাংলা না জানলেও চলবে।

আরও পড়ুন পশ্চিমবঙ্গ পুলিশে বিপুল নিয়োগ, জেনে নিন বিস্তারিত

বিশেষ উল্লেখ্য :-

  • বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট চলবে না।
  • OBC আবেদনকারীদের ১ বছরের সময়ের অধীন জাতি শংসাপত্র প্রদান করতে হবে।
  • যাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন তাঁদেরও ইন্টারভিউর সময় প্রমাণ দেখাতে হবে।
  • যাঁরা সরকারের অধীনস্থ কর্মচারী তাঁদের No objection সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে।
  • স্পোর্টস কোটার ক্ষেত্রে কর্তৃপক্ষের তরফে অবশ্যই সার্টিফিকেট দেখাতে হবে।

আরও পড়ুন WB Police Recruitment: মমতার মন্ত্রিসভার সিলমোহর, রাজ্য পুলিশে প্রচুর কনস্টেবল নিয়োগ

শারীরিক যোগ্যতা :- ফিজিকাল ফিটনেস রাখা অবশ্যই দরকারি। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে সেই মাত্রা বেঁধে দেওয়া হয়েছে।

  • কনস্টেবলের ক্ষেত্রে : উচ্চতা - ১৬৮ সেমি, ওজন - ৫৭ কেজি, ছাতি - ৭৮ সেমি।
  • গোর্খা, রাজবংশী কনস্টেবলের ক্ষেত্রে : উচ্চতা - ১৬০ সেমি, ওজন - ৫৩ কেজি, ছাতি - ৭৬ সেমি।
  • লেডি কনস্টেবলের ক্ষেত্রে : উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি।
  • পাহাড়ি, রাজবংশীদের ক্ষেত্রে : উচ্চতা - ১৫২ সেমি, ওজন - ৪৫ কেজি।

আরও পড়ুন Indo-Tibetan Border Police Force: ITBP-তে প্রচুর নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন জেনে নিন

আবেদন ফি :- জেনারেল, ওবিসিদের ক্ষেত্রে - ১৭০ টাকা।  SC/ST-দের ক্ষেত্রে শুধুই প্রসেসিং ফি ২০ টাকা।

আবেদন পদ্ধতি :- www.prb.wb.gov.in - এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।

আবেদনের তারিখ :- ২৯ মে থেকে ২৭ জুন

অফিসিয়াল নোটিশ- < https://wbpolice.gov.in/writereaddata/wbp/KP_Information_to_Applicants.pdf >

kolkata police government of west bengal Government Jobs job Recruitment
Advertisment