রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সরকারের নয়া উদ্যোগ, লঞ্চ করা হলো পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের নিয়োগ ও প্রশিক্ষণ সংক্রান্ত দু’টি পোর্টাল - 'আকর্ষণ' এবং 'প্রশিক্ষণ শিবির', যার মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও চাকরির সন্ধান পাবেন রাজ্যবাসী। রাজ্যের ছ'টি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ককে এই পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রাজ্যের আরও ৭১ টি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ককে এই পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে।
এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে সব মিলিয়ে মোট ৩৩ লক্ষ ৩২ হাজার প্রার্থী নথিভুক্ত রয়েছেন। এই সমস্ত প্রার্থী সুযোগ পাবেন তো বটেই, পাশাপাশি নতুন করে রেজিস্ট্রেশন করে যাঁরা লগ ইন করবেন তাঁরাও পোর্টালের সুবিধা পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে শিলিগুড়ি, মালদা, কল্যাণী, কলকাতা, আসানসোল এবং বাঁকুড়া এমপ্লয়মেন্ট ব্যাঙ্কগুলিকে 'আকর্ষণ' এবং 'প্রশিক্ষণ শিবির' পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে।
পোর্টাল লিঙ্ক: http://elearning.wblabour.gov.in
http://wbdomestochelp.wblabour.gov.in
জানা যাচ্ছে, গাড়ি চালানো, বৈদ্যুতিন গ্যাজেট, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, এসি, অন্যান্য স্মার্ট ডিভাইস সারানো ও চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এক লক্ষ বেকার যুবক-যুবতীকে গাড়ি চালানোর প্রশিক্ষণও দেবে রাজ্যের শ্রম দপ্তর। পাশাপাশি রান্নাবান্না, প্রাথমিক চিকিৎসা, পরিচ্ছন্নতা বিধির পাঠও দেওয়া হবে।
শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "আমরা উদ্ভাবনী ভাবনা নিয়ে এসেছি। যাঁদের কর্মসংস্থান নেই, তাঁরা এই পোর্টালের মাধ্যমে উপকৃত হবেন। যাঁদের প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে মনে করছেন, তাঁদেরও উপকার হবে বলে আমাদের ধারণা।"
প্রতিদিন পাঁচ ঘণ্টা করে চলবে প্রশিক্ষণ। প্রশিক্ষণের পাশাপাশি ২৫০ টাকা করে বৃত্তিও দেওয়া হবে। এতেই থেমে নেই মমতা সরকার। প্রশিক্ষণ শেষ হলে প্রশিক্ষিতদের কাজের সন্ধানও করে দেওয়া হবে। যার জন্য আগামীদিনে একটি অ্যাপ লঞ্চ করা হবে। যে অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত গাড়ি চালক বা পরিচারিকার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।
আপনার জন্য কোন চাকরি যথাযথ, তা জানতে অনলাইনে দিতে হবে সাইকোমেট্রিক টেস্ট। যার ভিত্তিতে চাকরি খোঁজা হবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে বিশেষজ্ঞদের দিয়ে কেরিয়ার কাউন্সেলিংও করানো হবে।
এছাড়া লঞ্চ হচ্ছে অ্যান্ড্রয়েড-নির্ভর অ্যাপ ‘ইংলিশ বলো’। যার মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা সহজে ইংরেজি বলার প্রশিক্ষণ নিতে পারবেন। ইংরেজি ছাড়াও চাকরির পরীক্ষায় আবশ্যিক, এমন বিষয়ে লাইভ কোচিং ক্লাস হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মক টেস্টও দেওয়া যাবে পোর্টালের মাধ্যমে। জানা যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের ধাঁচে অনুশীলন করার জন্য ৫০ হাজার প্রশ্নের একটি ব্যাঙ্ক তৈরী করা হয়েছে।