scorecardresearch

বড় খবর

মোটা টাকা বেতন, কর্মী নিয়োগ রাজ্যের স্বাস্থ্য দফতরে

হবে না Written Test, ইন্টারভিউ পাশ করলেই চাকরি।

west bengal health department recruitment 2023
স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ।

এবার রাজ্যের স্বাস্থ্য দফতরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই চাকরি জন্য আবেদন করার সুযোগ মিলবে। এই চাকরিগুলির ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ে পাশ করলেই মিলতে পারে চাকরি। স্বাস্থ্য দফতরের একাধিক পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনটি পড়ে জেনে নিন।

পশ্চিমবঙ্গের জেলা স্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ‘ক্লিনিকাল সাইকোলজিস্ট’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে চাকরির ক্ষেত্রে প্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে চাকরি মিললে বেতন শুরু মাসে ৩০ হাজার টাকা থেকে।

আরও পড়ুন- মাইনে মাসে ২০ হাজার, ক্লাস এইট পাশেও কর্মী নিয়োগ পুরসভায়

এছাড়াও ‘স্যানিটারি অ্যাটেনন্ডেন্ট’ পদেও কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাই। এক্ষেত্রে ৪০ বছরের নীচে থাকা প্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। এই পদে চাকরির ক্ষেত্রে বেতন শুরু মাসে ১০ হাজার টাকা থেকে।

আরও পড়ুন- শুধু ইন্টারভিউ পাশেই মিলবে চাকরি, রাজ্যের কৃষি দফতরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি:

এই দুটি পদে চাকরির ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। এই লিংকে ক্লিক করে আবেদনের ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2023/03/2023031320.pdf
এছাড়াও https://www.wbhealth.gov.in/ লিংকে ক্লিক করে ঢুকে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। প্রয়োজনীয় সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার সময় শংসাপত্রগুলি স্ক্যান করে আপলোড করুন। শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ-সহ যাবতীয় শংসাপত্র স্ক্যান করে আপলোড করে দিন। এছাড়াও নির্দিষ্ট জায়গায় সই করুন। রঙিন একটি পাসপোর্ট সাইজ ফটো দিয়ে নাম রেজিস্ট্রেশন করে ফেলুন।

আরও পড়ুন- মোটা টাকা বেতন, Indian Post Payment Bank-এর একাধিক পদে শীঘ্রই নিয়োগ

কর্মী নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ:

স্বাস্থ্য দফতরে এই দুটি পদে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা খতিয়ে দেখা হবে। এরপর যাচাই করে নেওয়া প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থরা দ্রুত আবেদন করুন। দুটি পদেই চাকরির জন্য অনলাইন আবেদনের শেষ দিন আগামী ২০ মার্চ, ২০২৩।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: West bengal health department recruitment