এরাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! মোটা টাকা বেতন দিয়ে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে। এরাজ্যের যে কোনও জেলার বাসিন্দা স্বাস্থ্য বিভাগে এই চাকরির জন্য আবেদন জানানোর সুযোগ পাবেন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কতগুলি যোগ্যতা থাকলেই উচ্চ বেতনের এই চাকরিতে যোগদানের সুযোগ মিলবে। এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের অধীনে 'ফার্মাসিস্ট গ্রেড ৩' পদে নিয়োগ করা হচ্ছে। এরাজ্যের যে কোনও জেলার বাসিন্দারাই আবেদনের যোগ্য। এই পদে চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এক্ষেত্রে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও ফার্মাসিতে ডিপ্লোমা করা থাকলে আবেদন করা যাবে।
আরও চাকরির খবর- মোটা মাইনের চাকরি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘রূপশ্রী’তে কর্মী নিয়োগ
বয়সসীমা ও বেতন:
'ফার্মাসিস্ট গ্রেড ৩' পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৩৯ বছর বয়সীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই পদে চাকরি মিললে মাসে গড় বেতন ২৮,৯০০ টাকা থেকে।
আরও চাকরির খবর- উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রের সংস্থায় মোটা মাইনের চাকরি, এরাজ্যেই নিয়োগ
আবেদন পদ্ধতি:
'ফার্মাসিস্ট গ্রেড ৩' পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে এক লিংকে ক্লিক করুন । https://www.wbhrb.in/hrb_app/login
পেজটি খুলে গেলে যে পদের জন্য আবেদন করছেন এবং নিজের মোবাইল নম্বর দিয়ে সিলেক্ট করতে হবে। তারপরেই আপনার আবেদনটির রেজিস্ট্রেশন হবে। একে একে প্রয়োজনীয সব তথ্যের শংসাপত্র স্ক্যান করে আপলোড করে দিতে হবে। সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিন।
আরও চাকরির খবর- ঢালাও নিয়োগ এরাজ্যেও, কয়েক হাজার কর্মী নেবে কেন্দ্রের এই ব্যাঙ্ক
এই চাকরি সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে অফিসিয়াল এই লিংকে ক্লিক করতে পারেন- https://www.wbhrb.in/ এরপর অ্যাডভারটাইসমেন্ট সেগমেন্টে গিয়ে 'ফার্মাসিস্ট গ্রেড ৩' নোটিফিকেশনে ক্লিক করতে পারেন।
আবেদনের শেষ তারিখ:
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের অধীনে এই চাকরির জন্য আবেদন জানানোর শেষ তারিখ আগামী ১০ এপ্রিল, ২০২৩।
আরও চাকরির খবর- কেন্দ্রের সংস্থায় মোটা মাইনের চাকরি, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ