Advertisment

রাজ্যের স্বাস্থ্য দফতরে একাধিক পদে বিপুল নিয়োগে, সুযোগ হাতছাড়া করবেন না

বিশডে আবেদন সংক্রান্ত সবকিছু জেনে নিন

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্বাস্থ্য দফতরে নিয়োগ

পশ্চিমবঙ্গের নানা প্রান্তে রাজ্য সরকারি বিভাগে শুরু হয়েছে নিয়োগ। যোগ্যতার ভিত্তিতেই চলছে নিয়োগ। রাজ্যের স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত নিয়োগও চলছে। বিশদে আবেদনের নিয়ম জেনে নিন।

Advertisment

শূন্যপদের নাম :- গ্রুপ ডি ওয়ার্ডেন পদ

শিক্ষাগত যোগ্যতা :- অবশ্যই মাধ্যমিক পাশ হতেই হবে। এছাড়া উচ্চ যোগ্যতা থাকলে অগ্রগণ্য। তারাও আবেদন করতে পারবে।

যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সকলের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে। এছাড়াও সরকারি ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।

কীভাবে আবেদন করতে পারবেন?

অনলাইন মাধ্যমেই আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সকলে আবেদন করতে পারবেন। সম্পূর্ন ফর্ম সঠিক তথ্য দিয়ে ফল করতে হবে।

আবেদনের ফি :- ১৬০ টাকা, অনলাইনে টাকা পে করতে হবে। ফি না দিলে সেটি গ্রহণ করা হবে না।

বেতন :- বিভিন্ন পে লেভেল হিসেবে টাকা দেওয়া হবে। সবথেকে বেশি দেওয়া হবে ২৫,২০০ টাকা। ।

যে ডকুমেন্ট সঙ্গে লাগবে :-

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বয়সের প্রমাণ পত্র
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য ( স্ক্যান কপি সেলফ অ্যাটেস্টেড )
  • পাসপোর্ট সাইজের ছবি
  • কাস্ট সার্টিফিকেট
  • আধার অথবা ভোটার কার্ড
  • কালো কালিতে সই করা স্ক্যান অবশ্যই দিতে হবে। সই যেন পরিষ্কার হয়।

যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন?

  • বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে থাকবে বিশেষ সুযোগ।
  • জাতিগত অথবা নানা ক্ষেত্রে কমপক্ষে ৬ মাসের মধ্যে ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে।
  • যোগ্যতার মাপকাঠি মেপেই পরীক্ষার জন্য ডাকা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষ চাইলেই বাতিল করতে পারে সবকিছু।

আবেদনের তারিখঃ- ১৭ই জুন থেকে ৩০জুন

অফিসিয়াল নোটিশ - < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/d60de10107dd20aa25880a4206e21d14de2e36243ee628198a9682200b5f5517.pdf >

government of west bengal Government Jobs West Bengal Recruitment jobs
Advertisment