Advertisment

West Bengal govt jobs: রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা এবং ব্লক স্তরের বিভিন্ন পদে নিয়োগ

জেলা, মহকুমা এবং ব্লক স্তরে প্রজেক্ট ম্যানেজার, সাব-ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট-কাম-ডিইও এবং ব্লক লেভেলে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করার সময়সীমা ২৬ জুলাই, ২০১৯ পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Appointment of various posts of different districts, subdivisions and block level in the state

রাজ্যে এবার চাকরির সুযোগ

পশ্চিমবঙ্গের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরের পক্ষ থেকে বিভিন্ন জেলা, মহকুমা এবং ব্লক স্তরে প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট-কাম-ডিইও এবং ব্লক লেভেলে স্টাফ নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisment

যোগ্যতা:

ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার: যে কোনও শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, অন্তত দু বছরের অভিজ্ঞতা, মাইক্রোসফট অফিসের কাজ যেমন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের কাজের জ্ঞান, বাংলা এবং ইংরেজি লিখতে এবং বলতে জানতে হবে। টিম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রজেক্ট অ্যাসিস্টেন্ট-কাম-ডিইও: কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর্স ডিগ্রি, মাইক্রোসফট অফিসের কাজের জ্ঞান, প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ করতে জানতে হবে।

ব্লক লেভেল স্টাফ কম্পিউটার: অ্যাপ্লিকেশনে ব্যাচেলর্স ডিগ্রি, বাংলা/ স্থানীয় ভাষায় বলতে এবং লিখতে জানতে হবে।

বেতনক্রম:

ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে ২৫ হাজার টাকা, সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার পদে ২০ হাজার টাকা, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট-কাম-ডিইও পদে ১১ হাজার টাকা এবং ব্লক লেভেল স্টাফ পদে ১২ হাজার টাকা।

বয়সসীমা:

বয়স হতে হবে ২৩ থেকে ৪৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পরীক্ষা পদ্ধতি:

লিখিত পরীক্ষা, প্র্যাক্টিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষার জন্য থাকবে ৫০ নম্বর, প্র্যাক্টিক্যাল পরীক্ষায় ৩০ নম্বর এবং পার্সোনাল ইন্টারভিউতে ২০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। পরীক্ষায় থাকবে এলিমেন্টারি ম্যাথেম্যাটিক্স, জেনারেল নলেজ এবং ইংরেজী।

আবেদনের পদ্ধতি:

অফিসিয়াল ওয়েবসাইটে https://www.pbssd.gov.in/ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। থাকতে হবে বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর। বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে এই লিঙ্কটিতে ক্লিক করলে: https://pbssd.webscte.co.in/assets/pdf/3b_Notice%20for%20Recruitment.pdf

Government Jobs
Advertisment