সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দফতরের একাধিক প্রস্তাবে অনুমোদন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য প্রায় ২ হাজার কনস্টেবল এবং ৬০০ গোয়েন্দা নিয়োগ করবে।
২ হাজার কনস্টেবলের মধ্যে ১৪২০ জনকে উইনার্স স্কোয়াডে নেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। অর্থাৎ ২ হাজার কনস্টেবলের মধ্যে ১৪২০টি পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। উইনার্স স্কোয়াড কলকাতা পুলিশের মহিলা কর্মীদের নিয়ে গঠিত বাহিনী।
এছাড়াও স্পেশ্যাল হোমগার্ড পদে ১০৫ জনকে নিয়োগ করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-তে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ৬০০ জনকে নিয়োগ করার বিষয়ে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
আরও পড়ুন পশ্চিমবঙ্গ পুলিশে বিপুল নিয়োগ, জেনে নিন বিস্তারিত
হোমগার্ডদের মধ্যে ৪৮ জন প্রাক্তন মাওবাদীকে নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি ভাবে ঘোষণা করেন রাজ্য পুলিশে কনস্টেবল পদে ৬০০ জনকে নিয়োগ করা হবে।