Advertisment

West Bengal Police Constable Result 2018: জানুন রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল

West Bengal Police Constable Result 2018 Declared: লিখিত পরীক্ষাটি ছিল দু' ধাপের, প্রথমে প্রিলিমিনারি। পরে মেইন্স পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা ছিল ১০০ নম্বরের। মেইন্স ৮৫ নম্বরের। ইন্টার্ভিউতে বরাদ্দ থাকে ১৫ নম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Constable Result 2018

৭২২৯টী শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল

West Bengal Police Constable Result 2018 Announced:

Advertisment

ওয়েস্টবেঙ্গল পোলিশ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিপিবি), ২০১৮-এর কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। নির্বাচিত প্রার্থীদের এবার বসতে হবে পিইটি এবং পিএমটি এবং সবশেষে ইন্টার্ভিউতে।

ডব্লিউবিপিবি-র  ৭২২৯টি শূন্য পদের জন্য পরীক্ষা হয়েছিল। এর মধ্যে ৫৭০২ টি কনস্টেবলের পদ এবং ১৫২৭ টি সাব ইনস্পেক্টরের পদ। লিখিত পরীক্ষাটি ছিল দু' ধাপের, প্রথমে প্রিলিমিনারি। পরে মেইন্স পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা ছিল ১০০ নম্বরের। মেইন্স ৮৫ নম্বরের। ইন্টার্ভিউতে বরাদ্দ থাকে ১৫ নম্বর।

আরও পড়ুন, RPF Constable Group E, F Result: আরপিএফ গ্রুপ ‘ই’, ‘এফ’ পরীক্ষার ফলাফল প্রকাশিত

কী ভাবে জানবেন ফলাফল?

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট  policewb.gov.in -এ ক্লিক করতে হবে

হোমপেজে  ‘police constable written test result’-এখানে ক্লিক করতে হবে

আরও পড়ুন, NWDA recruitment 2019: মাধ্যমিক পাশ করলেই কেন্দ্রীয় জল উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ, আবেদন করুন

সম্পূর্ণ নতুন একটি পেজ খুলবে আপনার সামনে

অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে

প্রার্থীর ফলাফল চলে আসবে স্ক্রিনে

বেতনক্রম- ৫৪০০-২৫২০০ টাকা। গ্রেড পে ২৬০০ টাকা

Read the full story in English

Government Jobs
Advertisment