West Bengal Police Constable final result declared: প্রকাশিত হতে চলেছে রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের ফলাফল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (ডাব্লুপিবি) পরীক্ষার ফলাফল প্রকাশ করবে তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট- policewb.gov.in এ। ২০১৮ সালে পরীক্ষাটি হয়েছিল। মোট ৭২২৯টি শূন্যপদের জন্য নিয়োগের পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল। যেখানে ৫৭০২টি পদ ছিল কনস্টেবল পোস্টের এবং ১৫২৭টি পদ ছিল সাব ইনস্পেক্টর পোস্টের জন্য।
আরও চাকরির খবর পড়ুন এখানে
কীভাবে দেখা যাবে রেজাল্ট?
* প্রথমে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট policewb.gov.in এ যেতে হবে
* ওয়েবসাইটের হোমপেজে গিয়ে ‘police constable written test result’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে
* এরপর নিজের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে
* রেজাল্ট ফুটে উঠবে স্ক্রিনে
* এরপর পরবর্তী কাজের জন্য রেজাল্টটি ডাউনলোড করে তার একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে
আরও পড়ুন- RBI officer grade B recruitment 2019: ১৯৯টি শূন্যপদে নিয়োগ, বেতন মাসে ৭৭ হাজার
প্রার্থীরা যারা এই পরীক্ষার সব ধাপ উত্তীর্ণ করবে তাঁদের মাসিক বেতনক্রম হবে ৫৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা অবধি।