ইঞ্জিনিয়ারদের জন্য রাজ্য পুলিশে নয়া সুযোগ। অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সাব-অ্যাসিস্টেন্ট (সিভিল) ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল):
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ (এআইসিটিই) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএ/ বিটেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমতুল্য যোগ্যতাসম্পন্ন কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমনকি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন। তবে বিষয়টি নিয়ে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন।
সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল):
ডবলুবিএসসিটিসি/ এসআইসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ৩ বছরের ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
১ জানুয়ারী, ২০১৯ অনুযায়ী অবধি বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছর।
বেতনক্রম:
অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারিং (সিভিল) পদের জন্য মাসিক ২৭ হাজার টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য মাসিক ২০ হাজার, সঙ্গে রয়েছে অন্যান্য ভাতা।
বেঙ্গল পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আগামী ১২ জুলাই থেকে ২৬ জুলাই, ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট-www.wbphidcl.com