ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৮৪১৯ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।
জেনে নেওয়া যাক নিয়োগ সম্পর্কে জরুরি কিছু তথ্য
বেতন ক্রম- মূল বেতন ৫৪০০ টাকা- ২৫২০০ টাকা। এছাড়া গ্রেড পে ২৬০০ টাকা এবং অন্যান্য ভাতা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- ৫ ফেব্রুয়ারি, ২০১৯-এর মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ অথবা সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। বাংলা লিখতে এবং পরতে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং-এর জন্য বাংলার বদলে নেপালি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে।
শারীরিক যোগ্যতা- সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৬৭ সেমি, ওজোন ৫৭ কেজি, বুকের ছাতি ৫ সেমি।
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, তফশিলি উপজাতিদের জন্য ন্যূনতম উচ্চতা ১৬০ সেমি এবং ওজোন ৫৩ কেজি।
বয়সসীমা- পয়লা জানুয়ারি, ২০১৯ এ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ -এর মধ্যে।
আরও পড়ুন, RRB Group D Result 2018-2019: কবে, কখন, কোথায় জানা যাবে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল?
পরীক্ষা পদ্ধতি- প্রথমে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে এমসিকিউ ধাঁচে। সময় ১ ঘণ্টা। ৫০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, ৩০ নম্বরের মাধ্যমিক মানের অংক এবং ২০ নম্বরের রিজনিং-এর প্রশ্ন থাকবে। ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর মাইনাস মার্কিং হবে।
এরপর হবে শারীরিক দক্ষতার পরীক্ষা। সাড়ে ৬ মিনিটে ১৬০০ মিটার দৌড়তে হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হলে আবার লিখিত পরীক্ষা দিতে হবে। ১ ঘণ্টায় ৮৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা। ২৫, ২৫, ২০ এবং ১৫ নম্বর থাকবে যথাক্রমে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, অংক এবং রিজনিং-এ।
আবেদন ফি- সাধারণ এবং ওবিসিদের জন্য ১৭০ টাকা। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতিদের জন্য ২০ টাকা।
http://wbpolice.gov.in/wbp/common/wbp.aspx ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। তথ্য মিত্র কেন্দ্রের মাধ্যমেও আবেদন করা যাবে। আবার অফলাইনেও আবেদন করা যাবে।