Advertisment

West Bengal Police Constable Recruitment: পশ্চিমবঙ্গ পুলিশের ৮৪১৯টি শূন্য পদে পুরুষ কনস্টেবল নিয়োগ

৫ ফেব্রুয়ারি, ২০১৯-এর মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ অথবা সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। বাংলা লিখতে এবং পরতে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং-এর জন্য বাংলার বদলে নেপালি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Constable Result 2018

৭২২৯টী শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৮৪১৯ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।

Advertisment

জেনে নেওয়া যাক নিয়োগ সম্পর্কে জরুরি কিছু তথ্য

বেতন ক্রম- মূল বেতন ৫৪০০ টাকা- ২৫২০০ টাকা। এছাড়া গ্রেড পে ২৬০০ টাকা এবং অন্যান্য ভাতা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- ৫ ফেব্রুয়ারি, ২০১৯-এর মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ অথবা সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। বাংলা লিখতে এবং পরতে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং-এর জন্য বাংলার বদলে নেপালি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে।

শারীরিক যোগ্যতা- সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৬৭ সেমি, ওজোন ৫৭ কেজি, বুকের ছাতি ৫ সেমি।

গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, তফশিলি উপজাতিদের জন্য ন্যূনতম উচ্চতা ১৬০ সেমি এবং ওজোন ৫৩ কেজি।

বয়সসীমা- পয়লা জানুয়ারি, ২০১৯ এ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ -এর মধ্যে।

আরও পড়ুন, RRB Group D Result 2018-2019: কবে, কখন, কোথায় জানা যাবে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল?

পরীক্ষা পদ্ধতি- প্রথমে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে এমসিকিউ ধাঁচে। সময় ১ ঘণ্টা। ৫০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, ৩০ নম্বরের মাধ্যমিক মানের অংক এবং ২০ নম্বরের রিজনিং-এর প্রশ্ন থাকবে। ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর মাইনাস মার্কিং হবে।

এরপর হবে শারীরিক দক্ষতার পরীক্ষা। সাড়ে ৬ মিনিটে ১৬০০ মিটার দৌড়তে হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হলে আবার লিখিত পরীক্ষা দিতে হবে। ১ ঘণ্টায় ৮৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা। ২৫, ২৫, ২০ এবং ১৫ নম্বর থাকবে যথাক্রমে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, অংক এবং রিজনিং-এ।

আবেদন ফি- সাধারণ এবং ওবিসিদের জন্য ১৭০ টাকা। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতিদের জন্য ২০ টাকা।

http://wbpolice.gov.in/wbp/common/wbp.aspx ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। তথ্য মিত্র কেন্দ্রের মাধ্যমেও আবেদন করা যাবে। আবার অফলাইনেও আবেদন করা যাবে।

Government Jobs
Advertisment