পশ্চিমবঙ্গ পুলিশে বিপুল নিয়োগ, জেনে নিন বিস্তারিত

কতদিন আবেদন করা যাবে, জেনে নিন

কতদিন আবেদন করা যাবে, জেনে নিন

author-image
IE Bangla Web Desk
New Update
wb police recruitment, পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ

পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ

পুলিশের চাকরিতে আগ্রহী? তবে এর থেকে ভাল সুযোগ আর একটাও হয় না। পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগে শুরু হয়েছে নিয়োগ। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ হাউজিং অ্যান্ড ইনফাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানুন বিশদে।

Advertisment

কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisment

পদের নাম :- সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( সিভিল সার্ভিস)

আবশ্যিক যোগ্যতা :- AICTE/ WBSCT কিংবা VE, SD অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।

পদের নাম :- সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( ইলেকট্রিকাল )

আবশ্যিক যোগ্যতা: AICTE/ WBSCT কিংবা VE, SD অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকাল কিংবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করতে হবে।

বয়স:- অবশ্যই জানুয়ারির এক তারিখে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর।

বেতন :- মাসে ২০০০০ টাকা ( উভয় )

আবেদনের ওয়েবসাইট :- www.wbphidcl.com - এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। সঙ্গে সাক্ষর এবং নিজের কালার ফটো স্ক্যান রাখবেন সেগুলোও আপলোড করতে হবে।

পরীক্ষা পদ্ধতি :- লিখিত পরীক্ষা হবে, এরপরে viva voce এর মাধ্যমে নির্বাচিত হবে।

আবেদনের শেষ তারিখ :- ৩ জুন, ২০২২।

অফিসিয়াল নোটিশ < https://wbpolice.gov.in/writereaddata/wbp/Advertisement_AsstEngg2022.pdf >

Government Jobs West Bengal Police job Recruitment