ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে নিয়োগ শুরু হতে চলছে। এই সুযোগ একেবারেই হাতছাড়া করা যাবে না। বিশেষ করে যারা টেক জাতীয় কাজকর্মের সঙ্গে যুক্ত কিংবা মেকানিক্যাল দুনিয়ায় যোগ্যতা রাখেন তাদের পক্ষে সুবর্ন সুযোগ।
পদের নাম :- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস
শুন্যপদের সংখ্যা :- ৬০
কারা আবেদন করতে পারবেন :-
- দুই ধরনের পোস্ট রয়েছে। টেকনিক্যাল বিভাগে গ্র্যাজুয়েট এবং টেকনিক্যাল বিভাগে ডিপ্লোমা - উভয়েই আবেদন করতে পারবেন। ২০১৯ থেকে ২০২১ এর পাস আউট যারা রয়েছেন তারাই সুযোগ পাবেন।
- গ্র্যাজুয়েট ক্ষেত্রে ৪ বছরের কোর্স, এবং ডিপ্লোমা ক্ষেত্রে ৩ বছরের কোর্স হতেই হবে। AICTE থেকে অনুমোদিত কলেজ কিংবা প্রতিষ্ঠান থেকে পাস করতে হবে।
- যারা এখন কোনও স্থানে অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করছেন অথবা কোথাও যুক্ত রয়েছেন তারা আবেদন করতে পারবেন না।
বয়স :- বয়স হতে হবে, ১৮ থেকে ২৪ বছর। বার্থ সার্টিফিকেটের বয়স অনুযায়ী, আবেদনকারীর বয়স ধরা হবে।
বেতন:- গ্রাজুয়েটদের দেওয়া হবে - ৯০০০ টাকা।
ডিপ্লোমাদের দেওয়া হবে - ৮০০০ টাকা।
কী কী ডকুমেন্ট লাগবে:-
- অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম। সেটিকে সই করতে হবে।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- NATS এনরোলমেন্ট নম্বর অবশ্যই লাগবে।
- জন্মপত্র, মার্কশিট, অ্যাডমিট কার্ডের ফটোকপি, ডিগ্রি সার্টিফিকেট, প্রতি সেমিস্টারের মার্কশিট সবকিছুই লাগবে। তাতে নিজের সই করতে হবে।
কীভাবে আবেদন করা যাবে?
একমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। WBPDCL এর অনলাইন পোর্টাল থেকে আবেদন করতে হবে। তার আগে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস বিভাগে আগে রেজিষ্টার করে নিতে হবে।
বিশেষ উল্লেখ্য :-
- ভারতের নাগরিক ছাড়া আর কেউ আবেদন করতে পারবেন না।
- অবশ্যই ছুটির সুযোগ থাকবে। CL, EL এবং Medical leave থাকবে, নিয়ম অনুযায়ী।
- যদি আবেদনকারীর সই এবং ছবি সঠিক না থাকে তবে সেটিকে বাতিল করা হবে।
- যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের ১ বছরের ভ্যালিড শো করাতে হবে।
- একটি ভ্যালিড ইমেল আইডি, সঠিক ফোন নম্বর দিতে হবে।
আবেদনের তারিখ :- ৭ই জুন ২০২২ থেকে ২৭শে জুন ২০২২
অফিসিয়াল নোটিশ - < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/926a55cc44c890d021c65b2b3c3db215f9c83f8892c49434a3e3b8e93ddc6cca.pdf >