Advertisment

WBPSC IDO 2019: প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইডিও পদের অ্যাডমিট কার্ড

WBPSC IDO Admit Card: পরীক্ষার জন্য বরাদ্দ সময় ১ ঘন্টা ৩০ মিনিট। ভুল উত্তরের জন্য থাকবে নেগেটিভ মার্কিং। বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

WBPSC IDO 2019 Online Admit Card: প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইডিও পদের অ্যাডমিট কার্ড। যে সকল প্রার্থী ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (আইডিও) পরীক্ষায় অংশ নিতে চলেছেন সেই সকল পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট pscwbapplication.in-এ গিয়ে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisment

আরও পড়ুন: “সিভিল সার্ভিসের প্রস্তুতিটাই মানুষকে অনেক পালটে দেয়”

কী কী প্রশ্ন থাকে এই পরীক্ষাটিতে?

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইডিও পদের জন্য প্রিলিমিনারী পরীক্ষায় থাকে মোট ১০০টি প্রশ্ন। যার মধ্যে ৭৫টি জেনারেল স্টাডিস, হিউম্যানিটিস, সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল পোটেনসিয়াল এবং বাকি ২৫টি প্রশ্ন থাকবে মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিকের উপর। পরীক্ষার জন্য বরাদ্দ সময় ১ ঘন্টা ৩০ মিনিট। ভুল উত্তরের জন্য থাকবে নেগেটিভ মার্কিং।

আরও চাকরির খবর পড়ুন, এখানে

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইডিও পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে ১২ ডিসেম্বর ২০১৯। এছাড়াও, ডাব্লুবিপিএসসি ক্লিনিকাল ইন্সট্রাক্টরের অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ১৯ ডিসেম্বর ২০১৯। আরও বিশদে জানতে অবশ্যই দেখুন অফিসিয়াল ওয়েবসাইট pscwbapplication.in.

Government Jobs
Advertisment