Advertisment

একাধিক পদে কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড

জুনিয়র এগজিকিউটিভ পদের ক্ষেত্রে পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৯৩০০-৩৮৮০০ টাকা, গ্রেড পে ৪৭০০টাকা। অন্যন্য পদগুলির ক্ষেত্রে পে ব্যান্ড ফোর অনুযায়ী ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একাধিক পদে চাকরির সুযোগ। বিস্তারিত দেখুন।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে ১৪৩ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ফি), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস), জুনিয়র এগজিকিটিভ (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) নিয়োগ করা হবে।

Advertisment

শূন্যপদ: মোট শূন্যপদ ১৪৩টি। শূন্যপদের বিন্যাস জানতে সংস্থার ওয়েবসাইটে লগইন করুন।

বেতন: জুনিয়র এগজিকিউটিভ পদের ক্ষেত্রে পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৯৩০০-৩৮৮০০ টাকা, গ্রেড পে ৪৭০০টাকা। অন্যন্য পদগুলির ক্ষেত্রে পে ব্যান্ড ফোর অনুযায়ী ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতাও আছে।

আরও পড়ুন: ২২৯ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে BHEL

যোগ্যতা: সবক্ষেত্রেই বাংলা, নেপালি পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে লগইন করুন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের বছরের মধ্যে। তপশিলি জাতি/উপজাতি ওবিসি এ/বি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: জুনিয়র এগজিকিউটিভ (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা, অন্যান্য পদগুলির জন্য ৪০০টাকা। তপশিলি জাতি/উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদন পদ্ধতি: http://www.wbsetcl.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৪ জানুয়ারি ২০১৯ রাত ১১.৫৯ পর্যন্ত। কোনও প্রশ্ন থাকলে ইমেল করতে পারেন helpdesk.wbsetcl@gmail.com-এ। পেমেন্ট সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন 08041134057/08025585557/08025586664 নম্বরে, এ ছাড়া টেকনিক্যাল জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন 9606094762 নম্বরে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানা যাবেউপরোক্ত ওয়েবসাইট থেকে।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন।

Government Jobs
Advertisment