ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে চাকরির সুবর্ণ সুযোগ। নন টিচিং পদে ৩৫ জন কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আগ্রহী প্রার্থীরা আবেদন জমা করুন আজই।
শূন্যপদ: মোট ৩৫টি। গ্রুপ ডি-র ১৮টি (অসংরক্ষিত ৮,এসএসসি ৫, এসটি ১, ওবিসি-এ ২, ওবিসি-এ ২, পিডব্লুডি ১) পদ। ভাইস চ্যান্সেলরের পিএ ১টি পদ (অসংরক্ষিত), জুনিয়র অ্যাসিসট্যান্ট ১২টি (অসংরক্ষিত ৫, এসএসসি ৩, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, পিডব্লুডি ১), টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট ২টি (অসংরক্ষিত ১, এসসি ১) সিনিয়র অ্যাসিসট্যান্ট ২টি (অসংরক্ষিত ১, এসসি ১)
আরও পড়ুন: শিক্ষকতা করতে চান? আবেদন করুন এই লিঙ্কে
শিক্ষাগত যোগ্যতা
ভাইস চ্যান্সেলারের পিএ: যে কোনও শাখায় স্নাতক সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্রাথমিক জ্ঞান।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: স্নাতক স্তরের ডিগ্রি, এ ছাড়া কোনও স্টেট এইডেড ইউনিভার্সিটিতে তিন বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকতে হবে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ বা বি এসসি ডিগ্রি থাকতে হবে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।
গ্রুপ ডি: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, সমস্ত পদের জন্যই বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সে ছাড় পাবেন (এসসি/এসটি প্রার্থীরা ৫ বছরেরে এবং ওবিসি ৩ বছরের)।
বেতন
ভাইস চ্যান্সেলারের পিএ: ৯,০০০-২৮,৩০০+ গ্রেড পে ৪৪০০ টাকা
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭২,০০-২৫৪০০ + গ্রেড পে ৪১০০ টাকা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৭২,০০-২৫৪০০ + গ্রেড পে ৩৯০০ টাকা
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭২,০০-২৫৪০০ + গ্রেড পে ৩৩০০ টাকা
গ্রুপ ডি: ৫৪০০-১৮৬০০ + গ্রেড পে ১,৮০০ টাকা
আবেদন ফি: গ্রুপ ডি পদ ছাড়া বাকি পদগুলির জন্য আবেদন ফি ৭৫০ টাকা (এসসি/এসটি পদের জন্য ২৫০ টাকা), গ্রুপ ডি পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা (এসসি/এসটি পদের জন্য ২৫০ টাকা)।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৮। অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো http://recruitment.wbsupgadmission.com/wbsu-recruitment/index
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন