ফের কর্মসংস্থান রাজ্যে! ন্যূনতম যোগ্যতায় স্বাস্থ্য পরিবহনে বিপুল নিয়োগ

নানা পদে নিয়োগ, জানুন বিস্তারিত

নানা পদে নিয়োগ, জানুন বিস্তারিত

author-image
IE Bangla Web Desk
New Update
Swasthya Bhawan

স্বাস্থ্য পরিবহন ভবনে নিয়োগ

রাজ্যজুড়ে নানা বিভাগে শুরু হয়েছে বিপুল নিয়োগ। স্বাস্থ্য দফতর কিন্তু একেবারেই পিছিয়ে নেই। ওয়ার্ডেন থেকে কমিউনিটি হেলথ অফিসার, এমনকি শিশু স্বাস্থ্য সুরক্ষা দফতরেও শুরু হয়েছে বিরাট নিয়োগ। আর এবার স্বাস্থ্য দফতরের পরিবহন বিভাগেও জারি হয়েছে বিজ্ঞপ্তি। নানা পোস্টে বিপুল নিয়োগের ঘোষণা করা হয়েছে।

পদের নাম :- স্বাস্থ্য ভবনের ড্রাইভার

শিক্ষাগত যোগ্যতা :-

Advertisment
  • অন্তত অষ্টম শ্রেণী পাশ
  • ভারী যানবাহন চালানোর লাইসেন্স
  • দুই বছরের অভিজ্ঞতা গাড়ি চালানোর ক্ষেত্রে

বয়স :- বয়স হতে হবে ২৫ থেকে ৫০ এর মধ্যবর্তী।

বেতন :- ১৫,০০০ টাকা দেওয়া হবে।

পদের নাম :- হেল্পার/ সহযোগী

শিক্ষাগত যোগ্যতা :-

  • অষ্টম শ্রেণী পাশ
  • কম করে ৩ বছর অটোমোবাইল কারখানায় কাজের অভিজ্ঞতা
  • অটোমোবাইল ফিল্ডে আইটি কিংবা ডিপ্লোমা কোর্স

বয়স :- ২৫ থেকে ৫০ এর মধ্যে

বেতন :- ১১,৫০০ টাকা

Advertisment

আবেদনের পদ্ধতি :- অফলাইনে হবে আবেদন। সমস্ত ডকুমেন্ট এবং ফর্ম ফিলাপ করে ১২ই জুলাইয়ের মধ্যে স্বাস্থ্য পরিবহন ভবনে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

যে যে ডকুমেন্ট লাগবে :-

  • অবশ্যই লাগে এপ্লিকেশন ফর্ম।
  • ফটো এবং আইডি প্রুফ ( আধার, ভোটার / পাসপোর্ট )
  • অ্যাড্রেস প্রুফ অবশ্যই
  • বয়সের প্রমাণ পত্র
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র এবং সার্টিফিকেট
  • অভিজ্ঞতার প্রমাণপত্র

যে বিষয়ে খেয়াল রাখবেন : সমস্ত ডকুমেন্ট যেন আপনার সই করা হয়। এছাড়াও যোগ্যতার ভিত্তিতেই বেছে নেওয়া হবে। পরবর্তীতে যারা নির্বাচিত হবেন তাদের নানা স্কিল প্রদর্শনের জন্য ডাকা হবে।

অফিসিয়াল নোটিশ - < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/d088e97e7278ff0f8600cafc0a3e53540c3d662b70ae3c93e888f60d538a2b2c.pdf >

government of west bengal job Recruitment