গত এক বছরে দেশজুড়ে স্বাস্থ্যক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে ৫ শতাংশ। চাকরি সংক্রান্ত একটি ওয়েবসাইট ইনডিড সম্প্রতি সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছে। বেঙ্গালুরুতে দশ শতাংশ চাকরিই স্বাস্থ্যক্ষেত্রের। তালিকায় এর পর আছে মুম্বই, নয়া দিল্লি (৮ শতাংশ), চেন্নাই (৭ শতাংশ), হায়দেরাবাদ (৫ শতাংশ)।
ইনডিডের ম্যানেজিং ডিরেক্টর শশী কুমার জানিয়েছেন, "বিশ্বজুড়ে মহামারী কোভিডের প্রাদুর্ভাব যেমন চাকরির বাজারে সঙ্কোচন ঘটাচ্ছে, তেমনই জনস্বাস্থ্য ক্ষেত্রে চাকরির সুযোগ আরও প্রসারিত হচ্ছে"।
আরও পড়ুন, পুণের করোনা হটস্পটে এবার বাড়ি বাড়ি সমীক্ষা
৭ এপ্রিল দিনটি সারা দুনিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে উদযাপিত হয়। ২০২০ এর বিশ্ব স্বাস্থ্য দিবস উৎসর্গ করা হয়েছে সারা বিশ্বের সমস্ত, দাই মা এবং নার্সদের, যারা কোভিড ১৯ নামক মারণ ভাইরাসের বিরুদ্ধে নিরলস লড়াই করে চলেছেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন