Advertisment

WBCS Admit Card 2019: ডাউনলোড করুন ডব্লিউবিসিএস-এর অ্যাডমিট কার্ড

WBCS preliminary examination, 2019: আবেদন করার সময় যদিও ঘোষণা করা হয়েছিল পরীক্ষার সম্ভাব্য সময় ২০১৯-এর জানুয়ারি, শেষ পর্যন্ত মাস খানেক পিছিয়ে ডব্লিউবিসিএস এ, বি, সি এবং ডি গ্রুপের পরীক্ষা হতে চলেছে আগামী ৯ তারিখ।

author-image
IE Bangla Web Desk
New Update
WBCS Admit Card 2019 Released

WBCS Released Admit Card for Preliminary Exam:

Advertisment

গত বছর নভেম্বরে যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি)-র ওয়েবসাইটে। দেরি না করে এখনি ডাউনলোড করুন অ্যাডমিট কার্ড।

সারা পশ্চিমবঙ্গে আগামী ৯ ফেব্রুয়ারি হবে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আবেদন করার সময় যদিও ঘোষণা করা হয়েছিল পরীক্ষার সম্ভাব্য সময় ২০১৯-এর জানুয়ারি, শেষ পর্যন্ত মাস খানেক পিছিয়ে ডব্লিউবিসিএস এ, বি, সি এবং ডি গ্রুপের পরীক্ষা হতে চলেছে আগামী ৯ তারিখ।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড

ডব্লিউবিপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট http://pscwbapplication.in/ ক্লিক করুন।

বাঁ দিকে সবচেয়ে ওপরের লিঙ্কটি ডব্লিউবিসিএস-এর অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক।

আরও পড়ুন, NPCIL Recruitment 2019: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির জন্য আবেদন করুন

সেখানে ক্লিক করলে একটি পেজ খুলবে। চাকরির জন্য আবেদনের সময় যে এনরোলমেন্ট নম্বর দেওয়া হয়েছিল, জন্মের তারিখ সহ তা নির্দিষ্ট ঘরে বসালেই চলে আসবে আপনার অ্যাডমিট কার্ড।

ভালো করে দেখুন, কোথায় আপনার পরীক্ষার কেন্দ্র। হাতে সময় নিয়ে বেরোবেন।

আডমিট কার্ডের প্রিন্ট আউট ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। প্রার্থীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে বৈধ পরিচয় পত্র। এছাড়া অ্যাডমিট কার্ডের সমস্ত নির্দেশ খুঁটিয়ে দেখে নেবেন।

পরীক্ষার সময় দুপুর ১২ টা থেকে বেলা আড়াইটে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পৌঁছতে হবে পরীক্ষা হলে।

সমস্ত প্রার্থীর জন্য রইল শুভ কামনা।

government of west bengal Government Jobs
Advertisment