Kangana Ranaut Post: অভিনয়ের জন্য যত না চর্চায় থাকেন তার থেকে বেশি বিভিন্ন বিষয়ে বক্তব্য, কোনও মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরিতে পেজ ৩ খবরের চর্চায় থাকেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউত। নারীশক্তি নিয়েও অনেক বক্তৃতা শোনা যায় কঙ্গনার মুখে। ১৭ জানুয়ারি মুক্তি পাবে 'ইমার্জেন্সি'। তার আগে হিমাচলপ্রদেশের নারীদের সৌন্দর্য নিয়ে কলম ধরলেন কঙ্গনা রানাউত।
ইয়ামি গৌতম, প্রীতি জিন্টা ও লাপাতা লেডিজ খ্যাত প্রতিভার সঙ্গে নিজের ছবির একটি কোলাজ শেয়ার করে হিমাচল প্রদেশের নারী সৌন্দর্যের সুন্দর ব্যখা দিয়েছেন। কঙ্গনা নিজেও হিমাচল প্রদেশেরই মেয়ে। অভিনয়ের টানে মুম্বই এখন তাঁর স্থায়ী ঠিকানা। কোলাজ শেয়ার করে কী লিখলেন কঙ্গনা রানাউত?
'ইমার্জেন্সি' মুক্তির আগে কঙ্গনার এই ছবি দেখে মন ভাল হয়ে গিয়েছে ভক্তদের। হিমাচল কন্যাদের রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, 'যখন আমি হিমাচলে যাই তখন সেখানের মেয়েদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। তাঁরা কেউ আমাদের মতোই সুন্দর তো কেউ আবার আমাদের থেকেও বেশি সুন্দরী। অনেকেই মাঠে-ঘাটে দিনরাত কঠোর পরিশ্রম করেন। গরুবাছুর চড়াতেও যান। ওঁদের কাছে ইনস্টাগ্রাম বা রিলের কোনও আতিশয্য নেই। যেটা আছে সেটা হল সৌন্দর্য। হিমাচলপ্রদেশের নারীরা তাঁদের এই সৌন্দর্যেই এগিয়ে রয়েছেন।'
বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত। ২০২৪ কঙ্গনার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ । রাজনীতি নিয়ে বহু বক্তব্য রেখেছেন তিনি। বিতর্কেও জড়িয়েছেন বহুবার। এই বছরই প্রথম নির্বাচনে লড়েছেন কঙ্গনা রানাউত। বিজেপির টিকিটে মান্ডি কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছেন।
কঙ্গনা বরাবরই হিমাচলপ্রদেশ নিয়ে খুবই গর্বিত। মুম্বইয়ের গ্ল্যামারাস জগতে কর্মসূত্রে থাকলেও, তাঁর মুখে বিভিন্ন সময় শোনা যায় হিমাচলপ্রদেশের সুনাম। ইয়ামি গৌতমের বিয়ের সময় তাঁর ছিমছাম লুকের প্রশংসা করতে গিয়েও হিমাচল কন্যাদের রূপের মাধুর্যকেই তোল্লাই দিয়েছিলেন কঙ্গনা।
প্রসঙ্গত, 'ইমার্জেন্সি' নিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে কঙ্গনা রানাউতকে। প্রথমে ৬ সেপ্টেম্বর ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, ইমার্জেন্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় সেন্সর বোর্ডের হস্তক্ষেপে ছবি মুক্তির দিন পিছিয়ে যায়। অবশেষে নতুন বছরে মুক্তি পাবে কঙ্গনা রানাউতের 'ইমার্জেন্সি'। আগামি ১৭ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় এই ছবি।