অনশনের নয় দিনের মাথায় ফের ১২ ঘণ্টার অনশনের ডাক দিয়েছিল বাংলার সব প্রাথমিক শিক্ষকরা। ন্যায্য বেতনের দাবিতে ও বেআইনিভাবে বদলির প্রতিবাদে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ১২ জুলাই থেকে আমরণ অনশনে বসেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল বেতন জট কাটাতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল (এই প্রতিনিধিরা অনশনে অংশ নেননি)। কিন্তু তাতেও দাবি মেটার আশ্বাস না মেলায় ২১ জুলাই সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত অনশনে বসলেন রাজ্যের বিভিন্ন জায়গার প্রাথমিক শিক্ষকরা। তাঁরা জানিয়েছেন, "শিক্ষামন্ত্রীর উপর আমাদের আর ভরসা নেই। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই।"
এদিকে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রের মতো বেতন চাইলে, কেন্দ্রে চলে যান"। উল্লেখ্য, শনিবার অনশনরত প্রাথমিক শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দাবি অনুযায়ী বেতন দেওয়া এখনই সম্ভব না। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রাথমিক শিক্ষকদের নাম না করলেও, বেতন বাড়ানো প্রসঙ্গে 'কেন্দ্রে চলে যান' বলেন। এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সাহা বলেন, "মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা দায়িত্ব জ্ঞানদীনতার পরিচয়। আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা করছি"।
প্রাথমিক শিক্ষক শান্তনু মন্ডল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, "আজ অনশন মঞ্চে প্রায় চল্লিশ হাজার শিক্ষক যোগদান করেছেন। শিক্ষকদের ভিড় ক্রমশ করুনাময়ী বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হয়েছে। পিআরটি-র দাবিতেই এই ঐতিহাসিক শিক্ষক আন্দোলন হচ্ছে। অতীতের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে আজ"।
শিক্ষামন্ত্রীর উপর আমাদের আর ভরসা নেই। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই।"-বলেন তিনি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
আরও পড়ুন: ২১ জুলাইয়ের আগে নড়ল টনক? অনশনকারী প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠক পার্থ চট্টোপাধ্যায়ের
তিনি আরও জানান, যাঁরা আসতে পেরেছেন, তাঁরা এই মঞ্চ থেকেই অনশন করছেন। যাঁরা আসতে পারেননি, তাঁরা নিজেদের এলাকা থেকেই অনশনে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, অনশনে বসার আটদিন পর বেতন জট কাটাতে এদিন অনশনকারী শিক্ষকদের ডেকে পাঠান রাজ্যের শিক্ষামন্ত্রী। ২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবসের মেগা সমাবেশের আগের দিন পার্থ চট্টোপাধ্যায়ের এই পদক্ষেপ রীতিমতো তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের শেষে বেতনবৃদ্ধির নিয়ে আশার কথা না শোনালেও বদলির নির্দেশ পরিবর্তনের মৌখিক আশ্বাস মিলেছিল।
আরও পড়ুন:তবে বেতনবৃদ্ধির জট না কাটায়, অনশনরত প্রাথমিক শিক্ষকরা জানিয়েছেন দাবি না মেটা পর্যন্ত তারা আমরন অনশন চালিয়ে যাবেন।
এদিকে, বেতনবৃদ্ধির দাবি না মেটায় অনশনরত প্রাথমিক শিক্ষকরা জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন তাঁরা।