এবার করোনা হানা সিবিআই অফিসে, আক্রান্ত ১৩ কর্মী

কলকাতায় নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের ১৩ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

কলকাতায় নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের ১৩ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
আপনার মধ্যে মৃদু উপসর্গ? তবে আরও বেশি সতর্ক হতে হবে!

প্রতীকী ছবি

এবার করোনা হানা কলকাতার সিবিআই অফিসে। জানা গিয়েছে, কলকাতায় সিবিআইয়ের নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্সের দফতরে কমপক্ষে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন অফিসার পদমর্যাদার কর্মী। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সংস্থার দুটি অফিসই স্যানিটাইজ করা হচ্ছে। করোনা আক্রান্ত কর্মীরা আইসোলেশনে রয়েছেন।

Advertisment

দেশে ছড়িয়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। গতকালের চেয়ে এদিন গোটা দেশে চার গুণ বেড়েছে সংক্রমণ। শহর কলকাতায় লাগামছাড়া সংক্রমণ। ইতিমধ্যেই বেশ কয়েকটি সরকারি-বেসরকারি অফিসে হানা দিয়েছে করোনা। একের পর কর্মী করোনা আক্রান্ত হচ্ছেন।

একাধিক দফতরে ফিরেছে ওয়ার্ক ফ্রম হোম। এবার কলকাতায় সিবিআইয়ের দুটি অফিসেই করোনার থাবা। কমপক্ষে ১৩ জনের এখনও পর্যন্ত আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

আরও পড়ুন- সংক্রমিত হলে শুধুই প্যারাসিটামল আর গার্গল! ওমিক্রন আবহে চিকিৎসকদের কী বার্তা

Advertisment

কলকাতায় মাত্রাছাড়া সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তদের অর্ধেক সংক্রমণ ছড়িয়েছে কলকাতায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯,০৭৩ জন। শুধু কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৪,৭৫৯ জন। যা রীতিমত ঘুম কেড়েছে স্বাস্থ্য দফতরের। রাজ্যের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১৮.৯৬ শতাংশ।

ইতিমধ্যেই রাজ্যের তরফে জারি করা নতুন কোভিড সংক্রান্ত গাইডলাইনে কম অথবা হালকা উপসর্গ যুক্ত আক্রান্তদের হাসপাতাল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে।

cbi kolkata coronavirus