একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালার ঠাকুরপুকুরে। খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বাবা, মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
বুধবার সকালে ঠাকুরপুকুরের মণ্ডলপাড়ায় ওই বাড়ি থেকে কারও সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। ডাকাডাকি করে কোনও শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন পড়শিরা। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে বাড়িতে ঢুকে দেখে চাঞ্চল্যকর দৃশ্য। ছাদের পাশের ঘরে সিলিং থেকে তিনজনের দেহ ঝুলছে। মৃতদের নাম, চন্দ্রব্রত মণ্ডল, মায়ারানি মণ্ডল এবং সুপ্রিয় মণ্ডল। পড়শিরাও সেই দৃশ্য দেখে চমকে যান। দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। রহস্যমৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের কল রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মৃতদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভাব অনটনের জেরে এই ঘটনা নাকি এর পিছনে কোনও রহস্য রয়েছে তা নিয়ে ধন্দ। ওই পরিবারের আত্মীয় স্বজনদেরও খোঁজ চালানো হচ্ছে। কী কারণে এই ঘটনা হল তা এখনও পরিষ্কার নয়।