Advertisment

৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম এবার রাশিয়া

২০২০ বইমেলায় পালন করা হবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকী ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০২০ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, এবার ৪৪তম। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে রাশিয়া দেশের আবহে সেজে উঠবে এবারে বইমেলা। একইসঙ্গে পালন করা হবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকী ।

Advertisment

প্রত্যেকদিনই 'রাশিয়া'র মূল স্টলে উপস্থিত থাকবেন সে দেশের জনপ্রিয় লেখকরা। প্রতি বছরের মত, ২০২০ সালে  ২৯ জানুয়ারি অর্থাৎ শেষ বুধবার থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কের ময়দানে শুরু হতে চলেছে আন্তর্জাতিক বইমেলা। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুর ১২ থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে মেলা প্রাঙ্গন। ৪৪ তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বইমেলা: যেখানে নৈতিকতার হিসেব অন্যরকম

২০১৯ সালে প্রায় ২.৪ মিলিয়ন বই প্রেমী এসে ভিড় জমিয়েছিল মেলা প্রাঙ্গনে। প্রায় ২২ কোটি টাকার বই বিক্রি হয়েছে গতবছর। ২০২০ সালে রাশিয়ার পাশাপাশি, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, ভিয়েতনাম, ফ্রান্স, আর্জেন্টিনা, গুয়েতিমালা, মেক্সিকো, পেরু, অস্ট্রেলিয়া, লাতিন আমেরকা সহ বাংলাদেশের বইয়ের স্টল থাকবে বইমেলায়। ৬ ও ৮ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গনে আয়োজিত হবে 'কলকাতা লিট্রেচার ফেস্টিভল'। এই দুদিন উপস্থিত থাকবেন, লেখক, পরিচালক, ঐতিহাসিক, অভিনেতা, খেলোয়াড়, তারকা সহ একাধিক সমাজের কিছু চেনা মুখ। চলবে একের পর এক অনুষ্ঠান।

প্রতি বছরের মত এবছরও বইমেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় নজর দেওয়া হয়েছে। বইমেলার দিন গুলিতে  অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Book Fair
Advertisment