/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/Untitled-design-52.jpg)
টালা পার্ক প্রত্যয়ের প্যান্ডেলে মায়ের অধিষ্ঠান। ছবি: পুজো কমিটি
Durga Puja 2021: গত কয়েক বছর ধরেই সৃজনশীল ভাবনা রূপায়ন করে শারদ সম্মানে ভূষিত হয়ে চলেছে টালা পার্ক প্রত্যয়। এই বছর তাদের ভাবনা ‘নির্বাধ।‘ অর্থাৎ বাঁধ ভেঙে দাও মা। শিল্পী সুশান্ত পালের তত্ত্বাবধানে এই ভাবনা প্রসঙ্গে পুজো কমিটির এক সদস্য বলেছেন, ‘গত দুই বছর আমরা নানাভাবে বেঁধে রয়েছি। শিশুরা ঘরে বাধা রয়েছে। স্কুল যেতে পারছে না, খেলাধুলো করতে পারছে না। আমরা বড়রা বাড়িতে বেধে রয়েছি। অফিসও করতে হচ্ছে বাড়ি থেকে। এই বাধাকে খুলে দিতেই মায়ের কাছে প্রার্থনা। নির্বাধ রূপে আমার নিয়ে আসছি।‘
উত্তর কলকাতার এই পুজো ৯৬তম বর্ষে থিমের আতিশয্যে দর্শক টানলেও, হাইকোর্টের রায় মাথায় রাখতেই হচ্ছে। সেই প্রসঙ্গে পুজো কমিটির বক্তব্য, ‘কোর্টের রায় মেনেই আমরা মণ্ডপ বেঁধেছি। এক সময়ে সর্বাধিক ২০-২৫ জনকে আমরা ঢুকতে দিচ্ছি। বাইরে থেকে দেখেই তাঁরা ফিরে যাচ্ছেন। থাকছে করোনা বিধি মেনেই ব্যবস্থাও।‘
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/WhatsApp-Image-2021-10-10-at-15.17.29.jpeg)
এদিকে পঞ্চমীর সকাল থেকেই পথে নেমেছে মহানগর। বোধনের আগেই পুরোদমে পুজো মুডে বাঙালি। সন্ধ্যা বাড়লে, পাল্লা দিয়ে বাড়বে মানুষের আনাগোনা। তাই প্রস্তুত পুলিশ-প্রশাসন এবং পুজো কমিটির স্বেচ্ছাসেবকরা। অপরদিকে,উৎসবের উপহার রাজ্য পরিবহণ দফতরের। আজ থেকেই কলকাতা থেকে চালু হচ্ছে নাইট সার্ভিস বাস। পঞ্চমী থেকে শুরু হয়ে লক্ষ্মীপুজো পর্যন্ত মিলবে এই পরিষেবা। পুজোর ক’দিনই এই পরিষেবা চালু থাকায় বাসে ঘুরে ঠাকুর দেখার ক্ষেত্রেও মিলবে ভরপুর সুবিধা। করোনা পরিস্থিতির জেরে রাতের এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পুজো উপলক্ষে আপাতত লক্ষ্মীপুজো পর্যন্ত ফের চালু রাতের বাস সার্ভিস।
জানা গিয়েছে, কলকাতা থেকে ১৪ টি রুটে মিলবে এই নাইট বাস সার্ভিস। রাত জেগে ঠাকুর দেখার ক্ষেত্রে মিলবে দারুণ সুবিধা। রীতিমতো পরিকল্পনা করে রাতের এই বাস পরিষেবা ফের চালু করল রাজ্য পরিবহণ দফতর। আজ থেকে আগামী ১১ দিন ধরে এই পরিষেবা মিলবে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। হাওড়া স্টেশন থেকে বিমানবন্দর, বারাসত, ব্যারাকপুর, ডানলপ, কামালগাজি, গড়িয়া, বালিগঞ্জ পর্যন্ত চলবে রাতের এই বাস। সহজেই বিভিন্ন এলাকা থেকে এই বাসে চড়ার সুযোগ পাবেন যাত্রীরা। এছাড়াও হাওড়া-নিউটাউন, হাওড়া-করুণাময়ী, শ্যামবাজার-বারাসত, বেলগাছিয়া-এসপ্ল্যানেড রুটেও চলবে রাতের বাস।
পাশাপাশি এদিন বৃষ্টি নিয়েও একটা সম্ভাবনা উসকে দিয়েছে আবহাওয়া দফতর। পুজো ভাসাবে বৃষ্টি? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি শহর কলকাতার একাংশেও বৃষ্টি শুরু হয়েছে। আজ মহাপঞ্চমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এমনকী বেশ কয়েকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পঞ্চমীতেও আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়ায় চিন্তা বাড়ছে। ষষ্ঠী-সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি।
রবিবার আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির কথা। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাস সত্যি হলে পুজোয় পিছু ছাড়বে না বৃষ্টি। অষ্টমী থেকে দশমী পর্যন্ত পুজোর আনন্দ ম্লান করে দিতে পারে অসুর-বৃষ্টি।
তবে রবিবার রাতে এব্যাপারে স্পষ্ট তথ্য মিলতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হলে অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা প্রবল
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন