Durga Puja 2021: দ্বিতীয়া থেকেই পথে নেমেছে মানুষ। শেষ মুহূর্তের কেনাকাটা কিংবা উদ্বোধন হয়ে যাওয়া কোনও প্যান্ডেল ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখা। এটাই এখন উপলক্ষ্য। থিমের লড়াইয়ে এখনও সেভাবে উত্তর কলকাতা বনাম দক্ষিণ কলকাতার দ্বন্দ্ব শুরু হয়নি। প্রতি বছর এই লড়াইয়ে একেবারে সামনের দিকে থাকে উত্তর কলকাতার কাশী বোস লেনের পুজো। প্রতি পুজোতেই থিমের অভিনবত্বে একাধিক শারদ সম্মান দেরাজে তোলে এই পুজো।
Advertisment
করোনাকালে এবারেও মানুষকে বার্তা দিতে ‘অপূর্ণা’ ভাবনা তুলে ধরছে কাশী বোস লেন। এই ভাবনার রূপায়নে শিল্পী অদিতি চট্টোপাধ্যায় আর ভাষ্যপাঠে কবি শ্রীজাত। থিম সম্পর্কে পুজো কমিটির সম্পাদক সৌমেন দত্ত বলেন, ‘গত দু’বছর আমরা নানাভাবে অসুখী। কেউ করোনায় স্বজন হারিয়ে অসুখী কেউ আবার চাকরি খুইয়ে অসুখী। অতিমারীর প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত মানব জীবন। কোনও কিছুই যেন সেভাবে পূর্ণ হয়নি গত দু’বছরে।‘
উদাহরণ স্বরূপ তিনি বলেছেন, ‘একজন ট্যাক্সি চালক করোনার আগে পর্যন্ত দিব্যি গাড়ি চালিয়ে রোজগার করতেন। কিন্তু করোনায় তাঁর প্রাণহানি হয়েছে। মানুষটি নেই, কিন্তু রয়ে গিয়েছে তাঁর পরনের জামা। এসব অবশিষ্ট জিনিস দিয়েই এবার গড়ে উঠছে কাশী বোস লেনের প্যান্ডেল।‘
তাঁর মতে, ‘একটা সংসার পরিপূর্ণ করতে পরিবারের সদস্যদের যেমন ভূমিকা রয়েছে, তেমন ভূমিকা রয়েছে প্রকৃতি এবং ব্রহ্মাণ্ডের। কিন্তু গত দুই বছরে গোটা চক্রটাই এলোমেলো। তাই মায়ের কাছে আমাদের প্রার্থনা এই পরিস্থিতি থেকে বের করে দাও। সবকিছু আগের মতো পরিপূর্ণ করে দাও মা। বিজ্ঞানের ঊর্ধ্বে উঠে কিছু মানুষ আধ্যাত্মবাদে কোথাও একটা শান্তি বা সমাধান খোঁজে। সেটাও মণ্ডপে নানভাবে তুলে ধরা হয়েছে।‘