তিলোত্তমার মুকুটে নতুন পালক। দেশের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুসারে, ভারতে ১৯টি মহানগরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম নারী নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে।
এনসিআরবি ২০১৯ সালের তথ্য অনুয়ায়ী কলকাতায় ১৪টি যৌন হেনস্থার ঘটনা নথিভুক্ত হয়েছে। কিন্তু, একটি মামলাতেও ধর্ষণের চেষ্টা বা যৌন নিগ্রহের অভিযোগ মেলেনি।
১৯টি মহানগরের মধ্যে তামিলনাড়ুর কোয়েম্বাটুর, বিহারের পাটনাতেও মহিলাদের যৌন হেনস্থার ঘটনা নগন্য। তুলনায় দিল্লি বা জয়পুরে যৌন হেনস্থার ঘটনা খুবই বেশি। এনসিআরবি পরিসংখ্যান অনুসারে ২০১৯ সালে রাজধানী শহর দিল্লিতে ১,২৩১ যৌন হামলার মামলা নথিভুক্ত হয়েছে। জয়পুরে সংখ্যাটা হল ৫১৭।
দেশজুড়ে যখন নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তখন কলকাতার পরিসংখ্যান কিছুটা স্বস্তিদায়ক।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন