Advertisment

সতর্ক রাজ্য, আফগানিস্তান থেকে ফিরলে পোলিও-র টিকা বিমানবন্দরেই

রাজ্য স্বাস্থ্য দফতরের কর্মীরাই বিমানবন্দরে থেকে পোলিও-র টিকা দেবেন৷

author-image
IE Bangla Web Desk
New Update
Afgnistan returnees will get polio vaccine in kolkata airport, wb govt takes initiative

করোনা আবহে আরও বেশি সতর্ক হল রাজ্য৷ এবার থেকে আফগানিস্তান থেকে ফিরলে বিমানবন্দরেই দিতে হবে পোলিও-র টিকাও৷ স্বাস্থ্য দফতরের নিজস্ব টিম থাকবে বিমানবন্দরে৷ আফগানিস্তান ফেরত যাত্রীদের পোলিও-র টিকা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করতে আবেদন রাজ্য সরকারের৷ এব্যাপারে ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সেরেছেন স্বাস্থ্য দফতরের কর্তারা৷

Advertisment

বিশ্বের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানই একমাত্র দেশ, যেখানে পোলিও এখনও মহামারীর আকার নেয়৷ আফগানিস্তানে ও পাকিস্তানে পোলিও-র টিকাকরণ কর্মসূচি হয় না বললেই চলে৷ আগেভাগেই তাই আফগানিস্তান ফেরতদের পোলিও-র টিকা দিতে তপরতা নিয়েছে কেন্দ্রীয় সরকারও৷

ভয়ঙ্কর পরিস্থিতি আফগানিস্তানে৷ তালিবানিদের হাত থেকে নিস্তার পেতে আফগান মুলুক ছাড়ার হিড়িক৷ বহু ভারতীয় ইতিমধ্যেই আফগানিস্তান ছেড়ে দেশে ফিরেছেন৷ দিল্লি বিমানবন্দরে কাবুল ফেরত আফগান নাগরিকদের পোলিও-র টিকা দেওয়া হয়েছে৷ সোমবারই এপ্রসঙ্গে টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া লিখেছিলেন, ‘‘পোলিও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আফগানিস্তান থেকে আসা মানুষজনকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন- কাবুলে ‘চুরি’ আস্ত বিমান! অপহরণ করে ইউক্রেনের বিমানকে ইরানে নিয়ে যাওয়ার অভিযোগ

কেন্দ্র উদ্যোগী হলেও প্রচেষ্টায় খামতি নেই রাজ্য সরকারেরও৷ আফগানিস্তান ফেরত যাত্রীদের বিমানবন্দরেই পোলিও-র টিকা দেওয়ার বন্দোবস্ত করতে কর্তৃপক্ষের সহযোগিতা চাইল রাজ্য স্বাস্থ্য দফতর৷ স্বাস্থ্যকর্মীরাই আফগানিস্তান থেকে আসা মানুষজনদের পোলিও-র টিকা দেওয়ার ব্যবস্থা করবে৷ প্রতিদিন আফগানিস্তান থেকে বিভিন্ন দেশে ফিরছেন মানুষজন৷ শয়ে শয়ে ভারতীয়কেও উদ্ধার করে আনছে বায়ুসেনার বিশেষ বিমান৷ ইতিমধ্যেই আফগানিস্তানে থাকা এরাজ্যের বেশ কয়েকজন বাসিন্দা ফিরে এসেছেন৷ তবে এখনও সেদেশে আটকে রয়েছেন বহু বাঙালি৷ তাঁরাও দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন৷ তাঁদেরও উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan kolkata news Kolkata International Airport Vaccine
Advertisment