/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/poker-759.jpg)
প্রতীকী ছবি
শনিবার জুয়ার আসর থেকে গ্রেফতার করা হল শহরের বিখ্যাত রেস্তোরাঁ চেনের মালিক আখতার পারভেজ-সহ মোট ১৩ জনকে। ৩ অক্টোবর পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার গভীর রাতে কলকাতার একাধিক রেস্তোরাঁ এবং ক্লাবে হানা দেন কলকাতা পুলিশের দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা। সেই সময়েই আরসালানের মালিককে ক্যামাক স্ট্রিটের ফ্রেন্ডস ক্লাবের জুয়ার আসর থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও এজিসি বোস রোডের লিও ক্লাব থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। বিপুল পরিমাণ নগদ অর্থও সেখান থেকে বাজেয়াপ্ত করে পুলিশ।
আরও পড়ুন- ঊর্ধ্বমুখী পিঁয়াজের দাম বাগে আনতে রফতানিতে নিষেধাজ্ঞা
কলকাতা পুলিশের অপরাধদমন শাখার জয়েন্ট সিপি মুরলীধর শর্মা বলেন, "শনিবার রাতের দিকে গুন্ডাদমন শাখার গোয়েন্দারা বিভিন্ন জায়গার জুয়ার আসরে হানা চালায়। দুটি হোটেল থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়। এমনকি বেশ কিছু জুয়া খেলার গুটি এবং তাসও বাজেয়াপ্ত করা হয়।" পুলিশেরই এক আধিকারিক জানান, "সেই ১৪জনের মধ্যে ছিলেন আরসালান রেস্তোরাঁর মালিক আখতার পারভেজ।"
আরও পড়ুন- নারদকাণ্ডে মির্জাকে নিয়ে মুকুলের বাড়িতে সিবিআই
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৪২০ (জালিয়াতি) এবং পশ্চিমবঙ্গ জুয়া খেলা এবং প্রতিযোগিতা আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়। প্রসঙ্গত আগস্ট মাসেই জাগুয়ার দুর্ঘটনাকাণ্ডে দু'জন বাংলাদেশি নিহত হবার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আরসালান মালিকের ছোট ছেলে আরসালান পারভেজকে। তবে তদন্তের অগ্রগতিতে দেখা যায় ওই দুর্ঘটনার পিছনে ছিলেন আখতার পারভেজেরই বড় ছেলে রাঘিব। পরবর্তীতে রাঘিবকে আশ্রয় দেওয়ার কারণে তাঁর কাকা মহম্মদ হামজাকেও গ্রেফতার করে পুলিশ।
Read the full story in English