যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনায় নয়া মোড়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর চুলের মুঠি ধরে টানার অভিযোগ উঠেছে সংস্কৃত কলেজের ছাত্র দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। ক’দিন আগেই এক ভিডিও বার্তায় ছেলের এহেন ‘কাজে’র জন্য ক্ষমা চেয়েছিলেন দেবাঞ্জনের মা। ‘মাসিমা চিন্তা করবেন না’, এ ভাষাতেই ক্ষমাও করে দিয়েছিলেন বলে টুইট করে জানিয়েছিলেন স্বয়ং বাবুল। কিন্তু বাবুলকে নিগ্রহে অভিযুক্ত দেবাঞ্জন যে ক্ষমাপ্রার্থী নন, এবার তা নিজে মুখেই সে কথা স্পষ্ট করে দিলেন তিনি। সোমবার সংবাদমাধ্যমে ওই ছাত্রর সাফ কথা, ‘‘আমি কোনও ভুল করিনি’’। একইসঙ্গে বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে সরব হয়ে দেবাঞ্জনের অভিযোগ, ‘‘উনিই আক্রমণ করেছিলেন, গালিগালাজ দিয়েছেন। আমি আত্মরক্ষার চেষ্টা করেছি মাত্র’’।
ঠিক কী বলেছেন দেবাঞ্জন বল্লভ?
এ প্রসঙ্গে সংস্কৃত কলেজের ওই ছাত্র বলেন, ‘‘প্রশ্ন করেছিলাম ওকে (বাবুল), উত্তর পাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। যখন আক্রমণ আসে, তখন প্রতিরোধের জন্য হাত তুলেছি। সেই ছবি বিকৃত করে বিজেপি আইটি সেল চারদিকে ছড়াচ্ছে। বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে। মায়ের অসুস্থতা নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমার নামে ফেসবুকে নকল প্রোফাইল খোলা হয়েছে। আমি কোনও ভুল করিনি। আমার উপর আক্রমণ করা হয়েছিল, গালিগালাজ করা হয়েছে, আত্মরক্ষা করার চেষ্টা করেছি মাত্র’’। এর পাশাপাশি একটি ফেসবুক পোস্টে দেবাঞ্জন লিখেছেন, ‘‘বাবুলের কাছে কখনও ক্ষমা চাইনি, না কখনও চাইব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘজীবী হোক’’।
EXCLUSIVE: ‘মমতার সঙ্গে কেন কথা বলব? বিজেপিতে যোগ দিতে যাইনি’
আরেক অভিযুক্ত ছাত্র সৌরদীপ্ত সেনগুপ্ত বলেন, ‘‘বাবুল সুপ্রিয় আমাকে থাপ্পডড় মেরেছেন। ওঁর দেহরক্ষী আমাকে বেরিয়ে যেতে বলেন এরপর, তাই বেরিয়ে যাই। পরে যা হয়েছে, সে সময় ছিলাম না ওখানে’’।
আরও পড়ুন: যাদবপুরে বাবুল নিগ্রহকাণ্ড: এক নজরে গোটা ঘটনা
উল্লেখ্য, ছেলের বিরুদ্ধে যাতে কোনও পদক্ষেপ গ্রহণ করা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে বাবুলের কাছে এক ভিডিও বার্তায় আর্জি জানান ওই ছাত্রের মা। এরপরই দেবাঞ্জনের মায়ের ভিডিওটি টুইট করে বাবুল সুপ্রিয় জানান, ‘‘চিন্তা করবেন না মাসিমা, আমি কোনও ক্ষতি করব আপনার ছেলের’’! এরপর এদিন যে ভাষায় সরব হলেন অভিযুক্ত দেবাঞ্জন, সেই প্রেক্ষিতে ফেসবুক পোস্টে বিজেপি নেতা অনুপম হাজরা লিখেছেন, ‘‘আমার মনে হয়, এরকম একটা জঙ্গি মাইন্ড-সেটের ছেলেকে বাবুলদা’র ক্ষমা করা ঠিক হয়নি’’।
অন্যদিকে, বাবুল সুপ্রিয়ের পাশাপাশি যাদবপুরে বিজেপি নেত্রীকে অগ্নিমিত্রা পালকে ‘হেনস্থা’র অভিযোগ উঠেছে। সোমবার রাজভবনে গিয়ে এ ঘটনার রিপোর্ট রাজ্যপালকে দেন অগ্নিমিত্রা। পাশাপাশি তিনি এও জানান, যাদবপুর থানায় এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে নির্দিষ্ট করে কারও নামে এফআইআর দায়ের করা হয়নি। এদিকে, ফেসবুকে এ ঘটনায় এক ছাত্র তাঁকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা। আজই লালবাজারের সাইবার সেলে তিনি অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।